Bike Loan

Honda CB200X: হোন্ডার এই বাইক লুফে নেবে যুবকরা! চাবুক লুক সহ ফাটাফাটি ফিচার, দাম শুনে লোম খাড়া হয়ে যাবে

Aindrila Dhani

Published on:

honda-cb200x-price

Honda CB200X: হোন্ডা একটি জনপ্রিয় টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির বাইক অনেকেই পছন্দ করেন। যদি 2024 সালের নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের মডেলটির সম্পর্কে জেনে রাখতে পারেন।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Honda CB200X-এর সম্পর্কে। এই বাইকে ঝাক্কাস ফিচার পেয়ে যাবেন। এটি Xpulse 200-এর মত শক্তিশালী বাইককে টক্কর দেওয়ার জন্য সক্ষম। এর দাম বহু মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। তাও সমস্যা হলে আপনারা ফাইন্যান্স প্ল্যানে সহজেই কিনতে পারবেন। এই বাড়িতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোলের সুবিধা পেয়ে যাবেন। এতে প্রয়োজনীয় সকল তথ্য দেখা যাবে।

   

Honda CB200X: ফিচার্স

এই বাইকে কোম্পানি প্রয়োজনীয় ফিচারের ব্যবস্থা রেখেছে।‌ Honda CB200X-এ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল রয়েছে। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ফিউল গেজ, ডিজিটাল ট্যাকোমিটার, গিয়ার ইন্ডিকেটর, লো ফিউল ইন্ডিকেটর, ক্লক, সার্ভিস রিমাইন্ডার ইত্যাদি পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে ডিআরএল, এএইচও, এলইডি টার্ন সিগনাল, পাস লাইট, এলইডি টেইল লাইট আর এলইডি হেডলাইট রয়েছে।

Honda CB200X: ইঞ্জিন

এবার আমরা বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলে নেব। এই বাইকে 184.4 সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 17.03 বিএইচপি ও 15.9 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। Honda CB200X প্রতি লিটারে 43 কিলোমিটার মাইলেজ দিতে পারবে।

Honda CB200X: দাম

বাইকটি ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই নিজের দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের মনে পাকাপাকি একটা জায়গা তৈরি করে নিয়েছে এই মডেল। ভারতীয় বাজারে Honda CB200X-এর এক্স শোরুম দাম 1 লাখ 73 হাজার 516 টাকা থেকে শুরু হয়েছে।