Bike Loan

Honda CB200X: চেহারা থেকে ঝরে পরছে আগুন! ছুটবে পাহাড় জঙ্গল চিরে, দাম কত?

Aindrila Dhani

Published on:

honda-cb200x-launch-india

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া 2023 CB200X ভারতে লঞ্চ করেছে। এতে OBD-2 ট্রিটমেন্ট যুক্ত করা হয়েছে। 2023 Honda CB200X-এ 2022 সালের ডিজাইন বজায় রাখা হয়েছে। এতে একই মাস্কুলার ডিজাইন দেখতে পাবেন। এই বাইকে সিঙ্গেল হেডলাইট, বিকিনি ফেইরিং ও স্মোকড ভিসর রয়েছে।

এছাড়া এই মডেলে স্প্লিট সিট, টু-পিস গ্র্যাব রেইল, নিউট্রাল রাইডার ট্রায়াঙ্গেল রয়েছে। তবে 2023 Honda CB200X-এ নতুন পেইন্ট স্কিম যুক্ত করেছে কোম্পানি। এখন থেকে এই বাইকে পার্ল নাইটস্টার ব্ল্যাক ও ডিসেন্ট ব্লু মেটালিকের কম্বিনেশন আর স্পোর্টস রেড রঙ দু’টি দেখতে পাবেন।

Honda CB200X বাইকের ডিজাইন

2023 Honda CB200X মডেলে 184.4cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 17 bhp শক্তি ও 15.9 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে।

Honda CB200X বাইকের ফিচার্স

এই মডেলে LED ইলুমিনিশন, ফুল ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল ইত্যাদি রয়েছে। এতে আপনারা ট্রিপ মিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ক্লক, ফুয়েল গেজের মতো বেসিক ফিচারের সুবিধা রয়েছে। 2023 Honda CB200X-এ আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক রয়েছে। এছাড়া সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।

Honda CB200X বাইকের দাম

নতুন 2023 Honda CB200X বাইকের এক্স শোরুম দাম 1 লাখ 46 হাজার 999 টাকা।