Honda র CB125F মডেলে অল্প মেকওভার করা হয়েছে। নতুনরূপে লঞ্চ হতে চলেছে Honda CB125F 2024। নতুন সাইলেন্সার, নতুন রং আর pillion grabrail সহ আসতে চলেছে এই বাইক। এই বাইক প্রথমবার 2015 সালে লঞ্চ করা হয়েছিল। আর 3 বছর আগে মেজর মেকওভার করা হয়েছিল এই মডেলের। সংশোধিত ফ্রেম আর ইঞ্জিনের কারণে Honda CB125F বাইকের ওজন 12 কেজি কমে গিয়েছিল।
Honda CB125F 2024 মডেলের ওজন মাত্র 116 কেজি। এর ফলে এই বাইক চালাতে আপনাদের সুবিধা হবে। যারা বাইক চালানো শিখছেন বা শিখতে চান তাঁদের জন্য এই মডেলটি ভালো বিকল্প হতে পারে। 2023 সালে UK তে এই মডেলটি প্রচুর মাত্রায় বিক্রি হয়েছিল। এই মডেলটি জাপানের Kawasaki Z125 ও Suzuki GSX-S125 -র সবথেকে বড় প্রতিযোগী। এই দুটি বাইকের দাম £ 4,000।
আরো পড়ুন: Lectrix ECity Zip : মাত্র 12 পয়সায় দৌড়াবে 75 কিলোমিটার! দাম শুনে কপালে উঠবে চোখ
Honda CB125F কমিউটার, প্রশিক্ষিত ও প্রশিক্ষকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই বাইকে 2 valve, air cooled ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 11 bhp শক্তি উৎপাদনের সক্ষম। L প্লেটে একদিনের জন্য Compulsory basic training করার পর এটি আরো বেশি সস্তা ও সহজ এক্সেসযোগ্য হয়ে উঠেছে। বাইকের সাইলেন্সারে নতুন Chrome heat Sheild যুক্ত করা হয়েছে। এতে আপনারা Metalic Red ও Metalic Blue রংয়ের অপশন পেয়ে যাবেন। এছাড়া কালো রঙের ভেরিয়েন্ট তো রয়েছে। Shock absorber spring এ লাল রঙের ডিটেলিং রয়েছে। এই ডিটেইলিং আপনারা Sprak plug cap এ দেখতে পাবেন। এই মডেলে economy meter, LED headlight, Centre stand পেয়ে যাবেন।
এই বাইকটি চালাতে যেমন সোজা, তেমন এর রক্ষণাবেক্ষণেও বিশেষ কোনো বাড়তি ঝামেলা নেই। বাজেট ফ্রেন্ডলি একটি মডেল Honda CB125F। যাঁরা নতুন বাইক শিখছেন বা শিখতে চাইছেন তাঁদের জন্য এটি দুর্দান্ত একটি বিকল্প। এর ওজন হালকা হলেও, এই মডেলে রয়েছে আধুনিক ফিচার।