ভারতীয় বাজারে Honda Motors একের পর এক নতুন মডেল লঞ্চ করে চলেছে। বর্তমানে এই কোম্পানি ভারতীয় টু-হুইলার সেক্টরে রাজত্ব করছে। গ্রাহকদের চাহিদার দিকে তাকিয়ে Honda Motors তাদের মডেলে ফিচার্স যুক্ত করছে। ফলে ক্রেতারা আরও বেশি আকর্ষণ হচ্ছেন।
Honda Motors-এর আসন্ন মডেল CB 125R। দারুন পারফরম্যান্স দিয়ে থাকে এই বাইকটি। এছাড়া ভালো কোয়ালিটির ফিচার্স আর ঝাক্কাস লুকের এই মডেলটি গ্রাহকদের মন জিতে নেবে বলেই আশা করা যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা Honda CB 125R-এর সম্পর্কে কথা বলব।
Honda CB 125R-এর ইঞ্জিন ও পারফরম্যান্স
এই বাইকে 124.99cc-র লিকুইড কুল্ড 4 স্ট্রোক 4 ভালভ, DOHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 10,000 rpm-এ 14.74 bhp শক্তি ও 8,000 rpm -এ 11.6 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া Honda CB 125R -এ 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এতে 10.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকের কার্ব ওয়েট 130 কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার ও সিটের উচ্চতা 816 মিলিমিটার।
Honda CB 125R-এর ডিজাইন
গ্রাহকদের আকর্ষণ করার জন্য এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি ঝাক্কাস ডিজাইন করা হয়েছে। এছাড়া এই বাইকে আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে। Honda CB 125R -এর এক ঝলক দেখে আর নিজেদের আটকে রাখতে পারবেন না। এতে আপনারা 4 টি রঙের অপশন পেয়ে যাবেন-গ্রে, ম্যাট জিনস্ ব্লু মেটালিক, ক্যান্ডি ক্রোমোস্ফেয়ার রেড, ম্যাট গান পাউডার ব্ল্যাক মেটালিক।
Honda CB 125R-এর দাম :
Honda CB 125R-এর এক্স শোরুম মূল্য 1.10 লাখ টাকা ধার্য করা হয়েছে। খুব শীঘ্রই ভারতে এই বাইক লঞ্চ করা হবে।