Honda Bike Price in Bangladesh: হন্ডা একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির একাধিক বাইক বাংলাদেশী বাজারে উপলব্ধ। তার মধ্যে থেকে কয়েকটি মডেলের দাম এই প্রতিবেদনে জানানো হবে।
New Honda CBR150R (ABS)
এই বাইকে 149.2cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 145 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 38 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে New Honda CBR150R (ABS)-এর দাম 6 লাখ টাকা।
Honda CB150R MotoGP (Repsol)
এই বাইকে 149.2cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 5 লাখ 82 হাজার টাকা।
Honda CB150R Indonesian
এই বাইকে 149.2cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 145 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 38 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 5 লাখ 50 হাজার টাকা।
Honda CB 150R ExMotion (ABS)
এই বাইকে 149cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 5 লাখ 50 হাজার টাকা।
Honda CB150R SteetFire
এই বাইকে 149.2cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 34 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 3 লাখ 80 হাজার টাকা।
Honda CB Hornet 160R ABS
এই বাইকে 162.7cc এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 2 লাখ 55 হাজার টাকা।
Honda CB Hornet 160R
এই বাইকে 162.7cc এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 2 লাখ 12 হাজার 500 টাকা।
Honda CRF 150L
এই বাইকে 149.2cc এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 145 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 38 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 4 লাখ 95 হাজার টাকা।
Honda X-Blade 160 ABS
এই বাইকে 162.7cc এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে ছুটতে পারে। প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দেয়। বাংলাদেশে এই বাইকের দাম 2 লাখ 18 হাজার 500 টাকা।