ভারতে অটোমোবাইল সেক্টর বেশ বড়। এখানে বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ধরনের ফোর হুইলার পাওয়া যায়। তবে কম বাজেটের মধ্যে ভালো মডেল কিনতে চাইলে হোন্ডার ফোর হুইলার ভালো বিকল্প। আজকের প্রতিবেদনে আমরা Honda Amaze-এর সম্পর্কে কথা বলব।
এই ফোর হুইলারে শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় ফিচার্স রয়েছে। এতে আপনারা এয়ার কন্ডিশনারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া মনোরঞ্জনের জন্য রয়েছে মিউজিক সিস্টেম। মাত্র 2 লাখ টাকা খরচ করতে পারলেই Honda Amaze আপনার হবে।
Honda Amaze: ইঞ্জিন
হোন্ডার এই ফোর হুইলারে 1199cc-র 4 সিলিন্ডার, i-VTEC পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 6000 rpm-এ 89 bhp শক্তি ও 4800 rpm-এ 110 Nm টর্ক উৎপাদন করে। এই গাড়িতে আপনি ম্যানুয়াল আর CVT অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন। 2024 Honda Amaze-এর ইঞ্জিন ভালো পারফরম্যান্সের পাশাপাশি ভালো মাইলেজও দিয়ে থাকে। কোম্পানি দাবি করেছে, ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে এই গাড়ি প্রতি লিটারে 18.6 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আর CVT অটোমেটিক ট্রান্সমিশনের সাহায্যে প্রতি লিটারে 18.3 কিলোমিটার মাইলেজ দেয়।
Honda Amaze: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এতে আপনারা টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং হুইল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, পাওয়ার এডজাস্টেবল ড্রাইভিং সিট, মাল্টি ফাঙ্কশনাল স্টিয়ারিং হুইল, এসি ভেন্টস আর মিউজিক সিস্টেম ইত্যাদি পেয়ে যাবেন। সুরক্ষার দিক থেকেও কোন খামতি রাখেনি কোম্পানি। এতে ডুয়াল এয়ার ব্যাগ ও ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন সহ বেশকিছু স্ট্যান্ডার্ড ফিচার আপনি পেয়ে যাবেন। এছাড়া এই গাড়ির টপ মডেলে কিছু অতিরিক্ত সেফটি ফিচার দিয়েছে কোম্পানি। যেমন- সাইড এয়ার ব্যাগ ও লেন ওয়াচ ক্যামেরা।
Honda Amaze: দাম
এবার দামের কথা বলতে গেলে, এই ফোর হুইলারের এক্স শোরুম দাম 7.87 লাখ টাকা থেকে শুরু হয়েছে। এর অন রোড দাম সর্বাধিক 9 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। তবে আপনার বাজেট কম হলে এই গাড়িটির পুরনো মডেল নিশ্চিন্তে কিনতে পারেন। এই ফোর হুইলারের ভালো কন্ডিশনের মডেল মাত্র 2.15 লাখ টাকায় পেয়ে যাবেন।