Bike Loan

Honda Amaze CNG: পেট্রোলের চিন্তা নিমেষে মুক্তি, এবার মাত্র 1.5 লাখ টাকা খরচে হোন্ডার নতুন সিএনজি মডেল! ভরপুর ফিচার

Aindrila Dhani

Published on:

honda-amaze-cng-car-price

Honda Amaze CNG: অনেক তো হল পেট্রোল চালিত গাড়ি, এবার না হয় একটু অন্য ধরনের মডেল ব্যবহার করা যাক। ইতিমধ্যে অনেকেই হয়তো পেট্রোল আর ডিজেলের খরচ বাঁচাতে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা শুরু করেছেন। কিন্তু ইলেকট্রিক গাড়ির একটা বড় সমস্যা হল চার্জ হতে অনেকক্ষণ সময় নেয়। ফলে আপনার জরুরী দরকারে বেরোতে হলে ব্যাটারিতে চার্জ না থাকলে ভীষণ অসুবিধা হয়ে যাবে। এইরকম সমস্যা কিন্তু আবার সিএনজি গাড়িতে হবে না।

হোন্ডা তাদের আকর্ষণীয় মডেলের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। এই কোম্পানি এবার Honda Amaze CNG নিয়ে এসেছে। এই গাড়ি এবার আপনারা নিজেদের বাজেটেই পেয়ে যাবেন।

   

Honda Amaze CNG: ইঞ্জিন

কোম্পানি এই গাড়িতে বেশ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছেন। এতে আপনারা 1199cc-র শক্তিশালী সিএনজি ইঞ্জিন পেয়ে যাবেন। যা 88.5 bhp শক্তি ও 110 Nm টর্ক উৎপাদন করে। Honda Amaze CNG প্রতি কেজি সিএনজিতে 16 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই গাড়ির ফিচার্স সম্বন্ধে তেমন কোন তথ্য কোম্পানি সামনে আনেনি। তবে জানা যাচ্ছে Honda Amaze-এর পেট্রোল ভ্যারিয়েন্টের মতোই ফিচার্স এতে থাকবে। আপনারা আধুনিক সিজারের ভরপুর আনন্দ নিতে পারবেন।

Honda Amaze CNG: দাম

এখন যদি আমরা Honda Amaze CNG-র দামের কথা বলি, কোম্পানি এই গাড়ির দাম খুব একটা বেশি রাখেনি। মাত্র 6 লাখ টাকায় এই গাড়ি আপনারা চিনতে পারবেন। তবে আপনার বাজেট যদি আরও কম হয়, তাহলেও চিন্তার কিছু নেই। মাত্র 1.5 লাখ টাকার ডাউনপেমেন্ট করে Honda Amaze CNG বাড়ি নিয়ে যেতে পারবেন।