Bike Loan

হোন্ডা নিয়ে আসছে Activa Electric, একবার চার্জে চলবে মাইলের পর মাইল।

বর্তমান সময়ে ইলেকট্রিক টু-হুইলারের সাথে অন্য কোন টু-হুইলারের তুলনা চলে না। ক্রমাগত ইলেকট্রিক টু-হুইলারের বিক্রি বেড়েই চলেছে। অবশ্য এখনও পেট্রোল চালিত টু-হুইলারের সংখ্যাই তুলনামূলক বেশি। আসলে বহু বছর ধরে পেট্রোল চালিত টু-হুইলার বিক্রি হয়ে আসছে। মানুষ কয়েক দশক ধরে এই ধরনের টু-হুইলার ব্যবহার করছেন। ফলে সংখ্যাটা তো বেশি হবেই।

গত কয়েক বছরে হঠাৎ করে ইলেকট্রিক টু-হুইলার বিক্রির সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। তাই আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রিক টু-হুইলারের সংখ্যা পেট্রোল চালিত টু-হুইলারকে ছাপিয়ে যাবে। এখন তো আবার পেট্রল চালিত টু-হুইলারের মতো একই ফিচারস ও রেঞ্জ সহ ইলেকট্রিক মডেল লঞ্চ হচ্ছে।

ভারতে টু-হুইলার সেক্টরের গ্রোথ বেশ ভালোই। আগের তুলনায় গ্রাফ অনেকটা উঠেছে। এখন অ্যাডভান্স টেকনোলজি যুক্ত টু-হুইলার এই মার্কেটে লঞ্চ করা হচ্ছে। একে অপরকে টক্কর দিতে ভালো কোয়ালিটির মডেল বাজারে আনছে কোম্পানিগুলি। এবার শোনা যাচ্ছে, Honda খুব শীঘ্রই তাদের নতুন Activa লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এতে আপনারা ভালো রেঞ্জ আর গতি পেয়ে যাবেন।

Electric Activa স্কুটির স্পেসিফিকেশন

এই স্কুটারে আপনারা দারুন স্পেসিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া শক্তিশালী মোটরের ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে অন-রোড ছুটতে পারবেন। এতে ভালো কোয়ালিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারির সাহায্যে আপনারা কোনো সমস্যা ছাড়াই অনেকটা পথ যেতে পারবেন।

Electric Activa-র ফিচার্স

এই মডেলটি এখনও লঞ্চ হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Electric Activa-তে ব্র্যান্ডেড ফিচার যুক্ত থাকবে। ফলে স্কুটার চালানোর সময় আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। এই ইলেকট্রিক স্কুটারে ডিটেইল টাচ স্ক্রিন, মিউজিক কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি, অন বোর্ড সাউন্ড সিস্টেম, অ্যাপ্লিকেশন কানেক্টিভিটি, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম ইত্যাদি ফিচার রয়েছে।

Electric Activa স্কুটির দাম

এই ইলেকট্রিক স্কুটারে আপনারা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের পাশাপাশি হাই-এন্ড ভেরিয়েন্ট পেয়ে যাবেন। মোটামুটি 70 হাজার টাকা থেকে 80 হাজার টাকার মধ্যে দাম হবে। এটি সম্ভবত চলতি বছরের নভেম্বর মাসে ভারতীয় বাজারে লঞ্চ হবে।