Honda Activa 7G: হোন্ডা একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে রাজত্ব করছে। আর আগামী কয়েক বছরে তার জায়গা কেউ নিতে পারবে না বলেই মনে হচ্ছে। কারণ বাজারে আসতে চলেছে Honda Activa 7G।
হোন্ডা বাইকের পাশাপাশি দুর্দান্ত কোয়ালিটির স্কুটার লঞ্চ করে থাকে। তেমনই একটি মডেল হল Honda Activa 7G। খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে লঞ্চ হয়ে যাবে। আপাতত বাজারে হুলুস্থুল ফেলে দিয়েছে Honda Activa 6G। Honda Activa 7G-তে আপনারা দারুন পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
Honda Activa 7G: ইঞ্জিন
সবার প্রথমে আমরা এই স্কুটারের শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে কথা বলে নেব। এতে 109cc-র BS6 ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। এই ইঞ্জিন 7.68 bhp শক্তি ও 8.79 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। এই স্কুটারে ব্যাটারির ব্যবহার করতে পারে কোম্পানি। Honda Activa 7G প্রতি লিটারে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
Honda Activa 7G: লঞ্চের তারিখ
হোন্ডা তাদের আসন্ন Honda Activa 7G-র লঞ্চ সম্পর্কে কোন ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে, খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে লঞ্চ হবে। মেয়েরা দীর্ঘদিন ধরে এই মডেলটির অপেক্ষায় রয়েছে। এটি ভারতীয় বাজারে সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হতে পারে। এতে আপনারা নতুন লুকের পাশাপাশি দেখতে পাবেন আধুনিক ফিচার্স।
Honda Activa 7G: দাম
আসন্ন স্কুটারের দাম সম্পর্কে কোন খবর সামনে আনেনি কোম্পানি। তবে জানা যাচ্ছে Honda Activa 6G-র তুলনায় এই স্কুটারের দাম খানিকটা বেশি হতে পারে। আপনারা 80 হাজার টাকা থেকে 85 হাজার টাকার মধ্যে হয়তো Honda Activa 7G কিনতে পারবেন।