Honda Activa 7G: Honda Activa টু-হুইলার মার্কেটে তার পারফরম্যান্স আর দক্ষতার জন্য জনপ্রিয়। শোনা যাচ্ছে, Honda Activa এবার ভারতীয় মার্কেটে Honda Activa 7G লঞ্চ করার কথা ভাবছে। জেনে নিন বিস্তারিত।
Honda Activa 7G ইঞ্জিন ও পারফরম্যান্স
শোনা যাচ্ছে, এই স্কুটারে 109.51cc ফুয়েল ইনজেকটেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন আগের Honda Activa মডেলেও দেখা গেছে। Honda Activa 7G-র ইঞ্জিন 7.79 bhp শক্তি ও 8.84 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।
Honda Activa 7G স্কুটিতে কি কি ফিচার্স আছে?
Honda তার এই আসন্ন মডেলটির স্পেসিফিকেশন সম্বন্ধে তেমন কোনো তথ্য সামনে আনেনি। তবে জানা যাচ্ছে, Honda Activa 7G মডেলটি তার পূর্বসূরির তুলনায় অ্যাডভান্স হবে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট প্যানেল থাকতে পারে। অথবা এই মডেলে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ভিজিটাল ডিসপ্লে পেয়ে যেতে পারেন। এছাড়া এই স্কুটারে LED হেডলাইট থাকবে। সুরক্ষার জন্য সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক থাকতে পারে।
Honda Activa 7G-এর হার্ডওয়্যার
এবার আমরা Honda Activa 7G মডেলের হার্ডওয়্যার সম্পর্কে কথা বলব। এর সামনে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন থাকতে পারে। এছাড়া সামনের দিকে 12 ইঞ্চির চাকা আর পিছনের দিকে 10 ইঞ্চির চাকা থাকতে পারে।
Honda Activa 7G স্কুটির দাম কত হতে পারে?
Honda Activa 6G-র এক্স শোরুম মূল্য 76 হাজার টাকা থেকে 82 হাজার টাকার মধ্যে। তাই মনে করা হচ্ছে, Honda Activa 7G-র এক্স শোরুম মূল্য 79 হাজার টাকার আশেপাশে হতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, Honda Activa 7G ভারতীয় মার্কেটে লঞ্চ হবে না।