Bike Loan

Hero Xtreme 160R: স্মার্ট লুকে দিওয়ানা যুবকরা! ফাটাফাটি ফিচার সহ দমদার ইঞ্জিন, দাম মোবাইলের থেকেও সস্তা

Aindrila Dhani

Published on:

hero-xtreme-160r-bike-2024

Hero Xtreme 160R : আমাদের দেশে বাইকের প্রতি এক আলাদা লেভেলের ভালোবাসা দেখা যায়। এই ভালোবাসার পরিমাণ যুবকদের মধ্যে একটু বেশিই চোখে পড়ে। তবে মূল্যবৃদ্ধির বাজারে বেশিরভাগ যুবকদের কাছেই নিজের পছন্দের বাইক কেনার জন্য যথেষ্ট টাকা থাকে না। এই প্রতিবেদনে এমন একটি বাইকের কথা বলব, যা আপনারা অল্প দামে কিনতে পারবেন।

Hero Xtreme 160R একটি বিখ্যাত কমিউটার বাইক। বেশ কিছু সময় হল এই মডেলটি বাজারে এসেছে। এটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমন ফিচার রয়েছে দুর্দান্ত। যাঁরা স্পোর্টি ডিজাইনের বাইক কিনতে চাইছেন, তাঁদের জন্য এটি উপযুক্ত হতে পারে। রাস্তায় চলার সময় বাকিদের দৃষ্টি আকর্ষণ করবে এটি। এক ঝলক দেখলে TVS Apache-র কথা ভুলে যাবেন।

   

Hero Xtreme 160R: শক্তিশালী ইঞ্জিন

এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্স বেশ ভালো। Hero Xtreme 160R-এ আপনারা 163 সিসির শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন সর্বাধিক 15 বিএইচপি শক্তি ও 14 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে।

Hero Xtreme 160R: আধুনিক ফিচার্স

এই বাইকে আপনারা মর্ডান ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এই ফিচারে প্রয়োজনীয় সকল তথ্য আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি সুরক্ষার জন্য রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। কোম্পানি আপনাদের সুবিধার জন্য টিউবলেস টায়ার দিয়েছে। আর রাতে বাইক রাইড করতে যাতে সমস্যা না হয়, তার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা আপনারা পেয়ে যাবেন।

Hero Xtreme 160R: দাম

এত শক্তিশালী ইঞ্জিন আর মর্ডান ফিচার্স সমৃদ্ধ Hero Xtreme 160R আপনারা বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। এই বাইকের সর্বাধিক দাম 1.45 লাখ টাকা।