Bike Loan

Hero Xtreme 160R 4V: বাইক কেনার দারুন সুযোগ! গরিবের সেরা পছন্দ, পকেটে মাত্র 27 হাজার টাকা থাকলেই হবে

Aindrila Dhani

Published on:

hero-xtreme-160r-4v-bike-price

Hero Xtreme 160R 4V: আমাদের দেশে বাইকের প্রতি এক আলাদা লেভেলের ভালোবাসা দেখা যায়। এই ভালোবাসার পরিমাণ যুবকদের মধ্যে একটু বেশিই চোখে পড়ে। তবে মূল্যবৃদ্ধির বাজারে বেশিরভাগ যুবকদের কাছেই নিজের পছন্দের বাইক কেনার জন্য যথেষ্ট টাকা থাকে না। এই প্রতিবেদনে এমন একটি বাইকের কথা বলব, যা আপনারা অল্প দামে কিনতে পারবেন।

Hero Xtreme 160R 4V একটি বিখ্যাত কমিউটার বাইক। বেশ কিছু সময় হল এই মডেলটি বাজারে এসেছে। এটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমন ফিচার রয়েছে দুর্দান্ত। যাঁরা স্পোর্টি ডিজাইনের বাইক কিনতে চাইছেন, তাঁদের জন্য এটি উপযুক্ত হতে পারে। রাস্তায় চলার সময় বাকিদের দৃষ্টি আকর্ষণ করবে Hero Xtreme 160R 4V‌। এই বাইক আপনার আমার মাত্র 27 হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন।

   

Hero Xtreme 160R 4V: ফিচার্স

এই বাইকে সম্পূর্ণ এলইডি লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। এতে আপনারা পজিশন ল্যাম্প, লো বীম, হাই বীম, সিগনেচার টেইল ল্যাম্প, উইঙ্কার্স আর সাধারণ টেইল ল্যাম্পের মতো সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি সামনে ও পিছনে অ্যালয় হুইল আর ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে 7 স্টেপ এডজাস্টেবল মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে।

Hero Xtreme 160R 4V: ইঞ্জিন

এই বাইকে 163cc-র 4 ভালভ, এয়ার কুল্ড, BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8500 rpm-এ 16.9 Ps শক্তি ও 6500 rpm-এ 14.6 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের সাথে 5 স্পিড ট্রান্সমিশন দেওয়া হয়েছে। Hero Xtreme 160R 4V প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hero Xtreme 160R 4V বাইকের দাম

এই বাইকের অন রোড দাম 1 লাখ 57 হাজার 780 টাকা।

কীভাবে 27 হাজার টাকায় Hero Xtreme 160R 4V কিনবেন?

আপনি যদি ফাইন্যান্স প্ল্যানে এটি কেনেন তাহলে 27 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর বাকি 1 লাখ 30 হাজার 780 টাকা লোন নিতে হবে। এভাবে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 4 হাজার 220 টাকা করে EMI জমা করতে হবে।