Bike Loan

Hero Xtreme 160R 4V: মাত্র 33 হাজার টাকায় হিরোর বাইক! অবিশ্বাস্য হলেও সত্যি, সুযোগ আসেনা বার বার

Aindrila Dhani

Published on:

hero-xtreme-160r-4v-bike-2024

Hero Xtreme 160R 4V: আমাদের দেশে বাইকের প্রতি এক আলাদা লেভেলের ভালোবাসা দেখা যায়। এই ভালোবাসার পরিমাণ যুবকদের মধ্যে একটু বেশিই চোখে পড়ে। তবে মূল্যবৃদ্ধির বাজারে বেশিরভাগ যুবকদের কাছেই নিজের পছন্দের বাইক কেনার জন্য যথেষ্ট টাকা থাকে না। এই প্রতিবেদনে এমন একটি বাইকের কথা বলব, যা আপনারা অল্প দামে কিনতে পারবেন।

   

এই মডেলের ‘শুটিং নাইট স্টার’ রঙ গ্রাহকদের বেশ পছন্দের। এই বাইকটির সিটের উচ্চতা 795 মিলিমিটার। শহরের যানজটময় রাস্তায় এমন বাইক বেশ সুবিধা জনক। এতে রয়েছে স্প্লিট সিট। দূরের গন্তব্যে যাওয়ার জন্য এমন সিট বেশ আরামদায়ক হয়ে থাকে। তবে এই বাইকের হ্যান্ডেল বার আরো খানিকটা বড় হলে ভালো হতো। এছাড়া এতে রয়েছে মনোশক অ্যাডজাস্টমেন্ট। এই বাইক আপনারা হাই স্পিডে কোন সমস্যা ছাড়াই চালাতে পারবেন। তবে টায়ারের গ্রিপ আরেকটু ভালো হওয়া দরকার ছিল। এই বাইকের সামনে ও পিছনে ডুয়াল ডিস্ক সেটআপ রয়েছে।

Hero Xtreme 160R 4V: ফিচার্স

সবার প্রথমে এই বাইকের ফিচার সম্বন্ধে আমরা কথা বলে নেব। এতে সিঙ্গেল চ্যানেল ABS, এলইডি হেড লাইট, এলইডি টেইল লাইট, এলইডি ইন্ডিকেটর আর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো ফিচার পেয়ে যাবেন।

Hero Xtreme 160R 4V: ইঞ্জিন

ইঞ্জিনের কথা বলতে গেলে, এই বাইকে 163 সিসির এয়ার কুল্ড, 4 ভালভ শক্তিশালী ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। যা 5.2 বিএইচপি শক্তি ও 14 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hero Xtreme 160R 4V: দাম

দামের কথা বলতে গেলে, Hero Xtreme 160R 4V আপনারা সাশ্রয়ে মূল্যে পেয়ে যাবেন। এই বাইকটির এক্স শোরুম দাম 1.3 লাখ টাকা। তবে 33 হাজার টাকা দিয়ে এটি বাড়ি আনতে পারবেন।