Hero Xtreme 160R 2V এর সফলতার পর বাজারে এসেছে Hero Xtreme 160R 4V। এই বাইকে ইতিমধ্যে 3 টি ভেরিয়েন্ট রয়েছে- Hero Xtreme 160R 4V STD, Hero Xtreme 160R 4V Connected 2.0 আর Hero Xtreme 160R 4V Premium। এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি ভেরিয়েন্ট- Hero Xtreme 160R 4V ABS DD। আজকের প্রতিবেদনে আমরা এই সম্পর্কেই কথা বলব
Hero Xtreme 160R 4V ABS DD বাইকের ইঞ্জিন
Hero Xtreme 160R 4V বিখ্যাত একটি বাইক। এবার অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ও ডবল ডিস্ক ব্রেক সহ লঞ্চ হয়েছে নতুন ভেরিয়েন্ট Hero Xtreme 160R 4V ABS DD। আগের মতই এতে 163.2cc ইঞ্জিন থাকবে। এই বাইকে 163.2cc BS6, এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 8,500 rpm -এ 16.9 PS শক্তি ও 6,500 rpm -এ 14.6 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।
Hero Xtreme 160R 4V ABS DD-র ফিচারস
এই বাইকে ডিজিটাল LCD ইন্সট্রুমেন্ট কনসোল আছে। এতে আপনারা স্পিড, গিয়ার পজিশন, ফুয়েল লেভেল, ওডোমিটার আর ক্লকের মত কয়েকটি ফিচার পেয়ে যাবেন। এর সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এর সাথে আপনারা Hero Connect 2.0 অ্যাপ কানেক্ট করতে পারবেন। এই অ্যাপে 25 টির বেশি ফিচারস রয়েছে। যেমন- মালফাংশান এলার্ট, সেফটি রেঞ্জ, ইগনিশন এলার্ট, ওভার স্পিড এলার্ট, ব্যাটারির রিমুভাল এলার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, ট্রিপ ডিটেলস, থেফ্ট এলার্ট ইত্যাদি।
এছাড়াও এতে LED হেডলাইট, LED টার্ন ইন্ডিকেটর, LED টেইল ল্যাম্প রয়েছে। এর পাশাপাশি এই ভেরিয়েন্টে ডবল ডিস্ক ব্রেক আর ABS এর সুবিধা রয়েছে।
Hero Xtreme 160R 4V ABS DD : ডাইমেনশন
এই বাইকে 17 ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে। এছাড়া সামনে ও পিছনে যথাক্রমে 100/80 ও 130/70 চাকা রয়েছে। Hero Xtreme 160R 4V ABS DD-এর সিটের উচ্চতা 795 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই বাইকে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।
Hero Xtreme 160R 4V ABS DD : দাম
Hero Xtreme 160R 4V এর দাম শুরু হচ্ছে 1.27 লাখ টাকা থেকে। ভারতে আপনারা 3 টি ভেরিয়েন্টের পাশাপাশি 4 টি আলাদা আলাদা রঙের অপশন পেয়ে যাবেন। এতে হাই-এন্ড ভেরিয়েন্ট এর দাম 1.37 লাখ টাকা। Hero Xtreme 160R 4V ABS DD এর সঠিক দাম এখনও জানা যায়নি।