Bike Loan

Hero Xtreme 125R: সবচেয়ে সস্তার বাইক! হু হু করে বিক্রি, চাহিদা মেটাতে বিরাট প্রোডাকশন

Aindrila Dhani

Published on:

hero-xtreme-125r-new-model-2024

Hero Motocorp তাদের Xtreme 125R মডেলের প্রোডাকশন এই বছর থেকে বাড়ানোর কথা ভাবছে। আসলে 125cc সেগমেন্টে এই বাইকের চাহিদা অনেকটাই বেড়ে গেছে।‌ আর চাহিদা অনুযায়ী বাইক ডেলিভার করতে পারছে না কোম্পানি। ফলে প্রোডাকশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে Hero Motocorp প্রতি মাসে 10‌ হাজার ইউনিট Xtreme 125R প্রডিউস করে থাকে। সম্প্রতি এই বাইকের চাহিদা বেড়ে গেছে।‌ আর সামনেই উৎসবের মরশুম, ফলে চাহিদা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে কোম্পানি। কোম্পানি এখন থেকে প্রতিদিন 1 হাজার ইউনিট Xtreme 125R প্রডিউস করার কথা ভেবেছে। ফলে প্রতি মাসে 20 হাজার ইউনিট থেকে 25 হাজার ইউনিট বাইক প্রডিউস হবে। অর্থাৎ বর্তমানের তুলনায় প্রতি মাসে 10 হাজার ইউনিট থেকে 15‌ হাজার ইউনিট বাইক বেশি প্রডিউস হবে। এই কারণে গ্রাহকদের আর Xtreme 125R হাতে পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।

Hero Xtreme 125R-এর ডিজাইন ও পারফরম্যান্স

Xtreme 125R এবার Hero Motocorp-এর প্রবেশ প্রিমিয়াম 125cc সেগমেন্টে ঘটাবে বলেই মনে হচ্ছে। এর বোল্ড ডিজাইন আর ফিচার্স যুবকদের মন জিতে নিয়েছে।‌ এই বাইকে 124.77cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।‌ যা 8,250 rpm-এ 11.4 bhp শক্তি ও 6,000 rpm-এ 10.5 Nm টর্ক উৎপাদন করে। এই বাইক প্রতি লিটারে 56 কিলোমিটার মাইলেজ দিতে পারবে।

Hero Xtreme 125R-এর দাম

Xtreme 125R দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। একটি হল, IBS আর অপরটি হল, সিঙ্গেল চ্যানেল ABS। এই ভেরিয়েন্ট দুটির এক্স শোরুম দাম যথাক্রমে 95 হাজার টাকা আর 99 হাজার 500 টাকা। এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল- TVS Raider 125।