Bike Loan

Hero Xtreme 125R: বাইক কেনার এটাই সেরা সুযোগ! খরচ মাত্র 3 হাজার টাকা, বাইক বাজারে শোরগোল

Aindrila Dhani

Published on:

hero-xtreme-125r-mileage

Hero Xtreme 125R: Hero Motocorp টু-হুইলার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বিখ্যাত। বিশেষ করে এই কোম্পানির বাইক গ্রাহকদের কাছে জনপ্রিয়। Hero Xtreme 125R-এ দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই বাইকে আপনারা তিনটি রংয়ের বিকল্প পেয়ে যাবেন- কোবাল্ট‌ ব্লু, ফায়ারস্ট্রম রেড ও স্ট্যালিয়ন ব্ল্যাক।

Hero Xtreme 125R-এর ওজন 136 কেজি। এর সিটের উচ্চতা 794 মিলিমিটার। এই বাইকের দৈর্ঘ্য 2009 মিলিমিটার, প্রস্থ 793 মিলিমিটার আর উচ্চতা 1051 মিলিমিটার। এছাড়া Hero Xtreme 125R-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর হুইলবেস 1319 মিলিমিটার। জেনে নিন বিস্তারিত।

   

Hero Xtreme 125R: ইঞ্জিন

এই বাইকে 124.7cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8250 rpm-এ 11.55 Ps শক্তি ও 6000 rpm-এ 10.5 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 66 কিলোমিটার মাইলেজ দিতে পারে Hero Xtreme 125R।

Hero Xtreme 125R: ফিচার্স

সুরক্ষার জন্য এই বাইকে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। এছাড়া সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার আর ডিজিটাল ট্যাকোমিটারের সুবিধা পেয়ে যাবেন।

এর পাশাপাশি LED হেডলাইট, LED টেইল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প, লো ফিউল ইন্ডিকেটর রয়েছে। সামনের দিকে কনভেনশনাল ফোর্ক আর পিছনের দিকে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে।

Hero Xtreme 125R: দাম

এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট। যথা:- Hero Xtreme 125R IBS আর Hero Xtreme 125R ABS। Hero Xtreme 125R-এর এক্স শোরুম দাম শুরু হয়েছে 95 হাজার টাকা থেকে। এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 99 হাজার 500 টাকা।

Hero Xtreme 125R: ফাইন্যান্স প্ল্যান

Hero Xtreme 125R ABS ভেরিয়্যান্ট আপনারা 11 হাজার 684 টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন। সেক্ষেত্রে 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 3 হাজার 368 টাকা করে EMI দিতে হবে।

অপরদিকে Hero Xtreme 125R IBS ভেরিয়্যান্ট কেনার জন্য 11 হাজার 175 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 3 হাজার 237 টাকা EMI জমা করতে হবে।