Bike Loan

Hero Xtreme 125R: চোখধাঁধানো মডেল নিয়ে বাজার দাপাবে হিরো! মাইলেজ শুনলে হুশ উড়বে, বাজেটের মধ্যে সেরা বাইক

Aindrila Dhani

Published on:

hero-xtreme-125r-bike-price

Hero Xtreme 125R: Hero Motocorp টু-হুইলার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বিখ্যাত। বিশেষ করে এই কোম্পানির বাইক গ্রাহকদের কাছে জনপ্রিয়। Hero Xtreme 125R-এ দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই বাইকে আপনারা তিনটি রংয়ের বিকল্প পেয়ে যাবেন- কোবাল্ট‌ ব্লু, ফায়ারস্ট্রম রেড ও স্ট্যালিয়ন ব্ল্যাক।

বর্তমানে Hero Motocorp প্রতি মাসে 10‌ হাজার ইউনিট Xtreme 125R প্রডিউস করে থাকে। সম্প্রতি এই বাইকের চাহিদা বেড়ে গেছে।‌ আর সামনেই উৎসবের মরশুম, ফলে চাহিদা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে কোম্পানি। কোম্পানি এখন থেকে প্রতিদিন 1 হাজার ইউনিট Xtreme 125R প্রডিউস করার কথা ভেবেছে। ফলে প্রতি মাসে 20 হাজার ইউনিট থেকে 25 হাজার ইউনিট বাইক প্রডিউস হবে। অর্থাৎ বর্তমানের তুলনায় প্রতি মাসে 10 হাজার ইউনিট থেকে 15‌ হাজার ইউনিট বাইক বেশি প্রডিউস হবে। এই কারণে গ্রাহকদের আর Xtreme 125R হাতে পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এই বাইকে আপনারা দুর্দান্ত কয়েকটি ফিচারের পাশাপাশি দীর্ঘ মাইলেজের সুবিধা পেয়ে যাবেন।

   

Hero Xtreme 125R: ফিচার্স

এই বাইকে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ফিউল গেজ, সেল্ফ স্টার্ট, ফিউল ইনজেকশন, অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল, এলসিডি ডিসপ্লে, ক্লক ইত্যাদি রয়েছে। এছাড়া রাতে রাইড করার জন্য Hero Xtreme 125R-এ এলইডি হেডলাইট আর এলইডি টেইল লাইটের সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি এই বাইকে টার্ন সিগন্যাল ল্যাম্পের সুবিধা রয়েছে।

Hero Xtreme 125R: ইঞ্জিন

এই বাইকে 124.7সিসির সিঙ্গেল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 11.1 পিএস শক্তি ও 10.25 এনএম টর্ক উৎপাদন করতে পারে। Hero Xtreme 125R প্রতি লিটারে 65 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম।

Hero Xtreme 125R: দাম

এই বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 1 লাখ 15 হাজার টাকা থেকে।