Bike Loan

Hero Xtreme 100: মুগ্ধ করবে বাইকের চেহারা লুকে! পূরণ হবে গরীবের স্বপ্ন, 70 হাজার টাকার কমে সেরা বাইক

Aindrila Dhani

Published on:

hero-xtreme-100-2024

Hero Xtreme 100: হিরো মোটর্স একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির একাধিক বাইক আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। তবে বাজেট ফ্রেন্ডলি দামে বাইক কেনার প্ল্যান থাকলে এই প্রতিবেদনটি পড়তে পারেন‌।

আমরা এই প্রতিবেদনে হিরোর নতুন বাইকের খবর এনেছি। মডেলটি হল- Hero Xtreme 100। এতে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি লুকের দিক থেকেও বেশ আকর্ষণীয় এটি। প্রতি লিটারে 65 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

   

Hero Xtreme 100: ইঞ্জিন

এই বাইকে 98 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, BS7 ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 14 বিএইচপি শক্তি ও 13.04 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। এর সাহায্যে আপনারা স্মুথ শিফ্টিং ও আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। মাইলেজের কথা বলতে গেলে, Hero Xtreme 100 প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hero Xtreme 100: ফিচার্স

এতে আপনারা অ্যাডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন।‌ এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার সহ বিভিন্ন তথ্য দেখতে পাবেন। Hero Xtreme 100-এ কোম্পানি ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েছে। এর ফলে কল ও মেসেজ অ্যালার্ট পেয়ে যাবেন। রাতে বাইক চালাতে সুবিধার জন্য এলইডি লাইটিংয়ের ব্যবহার করা হয়েছে।

Hero Xtreme 100: দাম

দামের কথা বলতে গেলে, Hero Xtreme 100 ভারতীয় বাজারে 70 হাজার টাকার এক্স শোরুম দামে লঞ্চ করা হবে।