Bike Loan

Hero Vida V1: বাজারে এল হিরোর নয়া ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে যাবে 165 কিলোমিটার

Aindrila Dhani

Published on:

hero-vida-v1-range

ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দেখে বেশ কিছু কোম্পানি এই সেক্টরে নিজেদের ব্যবসা শুরু করেছে। আপনারা একাধিক ইলেকট্রিক স্কুটারের অপশন এখানে পেয়ে যাবেন। আজ আমরা বিশেষ একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের বলব। এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। জেনে নিন বিস্তারিত।

আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলছি Hero Vida V1-এর সম্পর্কে। ভারতীয় বাজারের বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি Hero Motocorp। এই কোম্পানি লঞ্চ করেছে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার। এতে দুর্দান্ত কিছু ফিচার রয়েছে।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী ব্যাটারি

কোম্পানির তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারে 3.94 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় নেয়। এটি একবার সম্পূর্ণ চার্জ হলে মোটামুটি 165 কিলোমিটার পর্যন্ত দুর্দান্ত রেঞ্জ দিতে পারে।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের আধুনিক ফিচার্স

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ট্রিপ মিটার, 7 ইঞ্চির TFT টাচ স্ক্রিন ডিসপ্লে, এন্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার ইত্যাদি পেয়ে যাবেন। এর পাশাপাশি এতে রয়েছে SMS নোটিফিকেশনের সুবিধা। গাড়ি চালানোর সময় আপনারা ডিসপ্লেতে দেখতে পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে LED হেডলাইট ও LED টেইল লাইট।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের দাম

এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলতে গেলে, ভেরিয়েন্ট অনুযায়ী Hero Vida V1-এর দাম নির্ধারণ করেছে কোম্পানি। এতে আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যথা:- Hero Vida V1 Plus ও Hero Vida V1 Pro। Hero Vida V1 Plus-এর দাম 1.30 লাখ টাকা অপরদিকে Hero Vida V1 Pro-এর দাম 1.49 লাখ টাকা।