আপনি যদি কম দামে সর্বোচ্চ রেঞ্জ এর একটি ইলেকট্রিক স্কুটার কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা এই প্রতিবেদনে Hero Vida V1 Pro স্কুটারটি নিয়ে আলোচনা করবো। এই স্কুটারটি এক লাখ টাকার মধ্যেই পাবেন আপনি। চলুন তবে জেনে নেওয়া যাক এর বাকি বিস্তারিত তথ্য।
Hero Vida V1 Pro: বৈশিষ্ট্য
হিরো কোম্পানি এই স্কুটারে টার্ন-বাই-টার্ন নেভিগেশনের সুবিধা দিয়েছে। যদি চুরির ভয় থাকে, তাহলে এই স্কুটারে রয়েছে অ্যান্টি-থেফট অ্যালার্ম। বাইক ট্র্যাক করা ছাড়াও, অত্যাধুনিক বৈশিষ্ট্য যেমন জিওফেন্স, রিমোট ইমোবিলাইজেশন, ভেহিকেল ডায়াগনস্টিক, এসওএস অ্যালার্ট বোতাম, ফলো মি হোম লাইটস, কীলেস এন্ট্রি, ইলেক্ট্রনিক সিট এবং হ্যান্ডেল লক, ক্রুজ কন্ট্রোল, বাইডাইরেশনাল এক্সিলারেটর ( থ্রটল) এবং ইনকামিং কল অ্যালার্ট দেওয়া হয়েছে। স্কুটারের সামনের দিকে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই স্কুটারে একটি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে।
Hero Vida V1 Pro: ব্যাটারি প্যাক
যদি এই স্কুটারে দেওয়া ব্যাটারি প্যাকটির কথা বলি, Hero কোম্পানি এই স্কুটারে 3.94 kWh এর একটি বড় ব্যাটারি প্যাক দিয়েছে। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 6 ঘন্টা সময় নেয় এবং একবার এটি সম্পূর্ণ চার্জ হলে 110 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এই স্কুটারটিতে একটি 6 কিলো ওয়াট ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা চলে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়।
Hero Vida V1 Pro এর দাম
যদি আমরা এই স্কুটারটির দামের কথা বলি, Hero কোম্পানির এই স্কুটারটির এক্স-শোরুম মূল্য হল 1,07,806 লক্ষ টাকা। আপনি এটিকে 13,580 টাকা ডাউন পেমেন্ট করেও কিনতে পারেন। বাকি 94,226 টাকা 3,913 টাকার ইএমআই 9.7% সুদের সাথে 36 মাসের জন্য দিতে হবে।