ভারতের বাজারে যে কয়েকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে তাদের মধ্যে অন্যতম একটি হলো Hero। দীর্ঘদিন ধরে তারা গাড়ির বাজারে নিজেদের এই প্রভাবকে জারি রেখেছে। এবার তাদের 30 তম বার্ষিকী উপলক্ষে লঞ্চ করা হলো একটি নতুন উন্নত মানের বাইক। নতুন লঞ্চ হওয়া এই বাইকটির নাম Hero Splendor Plus XTEC 2.0। উন্নত প্রযুক্তির এই বাইকটিতে কি কি বিশেষ বৈশিষ্ট্য পাবেন তা জানার সাথে সাথে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন ঠিক কত টাকায় এই বাইকটি নিজে কিনে নিতে পারবেন।
Hero Splendor Plus XTEC 2.0: পারফরমেন্স
Hero Splendor+ XTEC 2.0 বাইকটিতে থাকা শক্তিশালী ইঞ্জিন এর পারফরমেন্সকে আরো উন্নত করে তুলেছে। এই বাইকটিতে রয়েছে এয়ার কুলড, 97.2cc স্লোপার মিল ইঞ্জিন। শক্তিশালী এই ইঞ্জিনটি 8000rpm-এ 8.02 hp এবং 6000rpm-এ 8.05Nm টর্ক তৈরি করতে সক্ষম। এই বাইকটিতে রয়েছে 4 স্পিড বিশিষ্ট গিয়ার বক্স। এই গিয়ার বক্সটি 100cc কমিউটার বাইকের জন্য আদর্শ। নির্মাণকারী সংস্থার দাবি অনুসারে এই ইঞ্জিনটি জ্বালানী ক্ষমতা 73kpl।
Hero Splendor Plus XTEC 2.0: ডিজাইন
হিরোর সংশ্লিষ্ট লাইনআপের ভাই গুলি থেকে একে কিছুটা আলাদা করতে এই বাইকটিতে ডুয়েল টোন কালার স্কিম দেওয়া হয়েছে। এছাড়াও এর ইন্ডিকেটর হাউসিং গুলিকে অন্যান্য গাড়িগুলি তুলনায় ভিন্ন আকারে গড়ে তোলা হয়েছে।
বাইকের গুরুত্বপূর্ণ ফিচার
Splendor+ XTEC 2.0 বাইকটি আসলে XTEC মডেল। নির্দিষ্ট এই মডেলের বাইক হওয়ার কারণে এতে ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং মেসেজের নোটিফিকেশন, USB চার্জিং পোর্ট ইত্যাদি সুবিধা গুলি রয়েছে।
বাইকের দাম
Hero Splendor+ XTEC 2.0 এর দাম স্ট্যান্ডার্ড XTEC-র থেকে 3000 টাকা বেশি। অর্থাৎ এটি পাওয়া যাবে 82911 টাকায়। এই বাইকের প্রতিদ্বন্দী Honda Shine 100 এর দাম রয়েছে 64900 টাকা এবং Bajaj Platina 100 এর দাম 67808 টাকা।