Bike Loan

Hero Splendor Plus: মাত্র 10 হাজার টাকায় হিরোর বাইক! গরিবরা পাবেন 70 কিমি মাইলেজ, সপ্ন হলেও সত্যি

Aindrila Dhani

Published on:

hero-splendor-plus-emi-plan

Hero Splendor Plus: হিরো মোটোকর্প একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি বেশ কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। হিরোর জনপ্রিয় মডেলগুলির মধ্যে থেকে অন্যতম হল Hero Splendor Plus। ভারতীয় বাজারে এর এক আলাদা পরিচয় রয়েছে।

   

এই বাইক আপনারা ভারতের বেশিরভাগ বাড়িতে খুঁজে পাবেন। এতে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। এছাড়া ফিউল লেভেল ইন্ডিকেটর রয়েছে। এই বাইক প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। যাঁরা বাজেট ফ্রেন্ডলি দামে বাইক কিনতে চাইছেন, তাঁরা এই মডেলটি কিনতে পারেন। মাত্র 10 হাজার টাকায় বাড়ি আনতে পারবেন।

Hero Splendor Plus: ইঞ্জিন

এই বাইকে 125cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 7.9 bhp শক্তি ও 10.9 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই শক্তিশালী বাইক প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Hero Splendor Plus: ফিচার্স

Hero Splendor Plus-এ বেশকিছু প্রয়োজনীয় ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ফিউল লেভেল ইন্ডিকেটর ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি সুরক্ষার জন্য সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে কোম্পানি।

Hero Splendor Plus : দাম

এই বাইকটির দাম মাত্র 86 হাজার টাকা। কিন্তু এত টাকা আপনাদের খরচ করতে হবে না। মাত্র 10 হাজার টাকার ডাউন পেমেন্ট করে বাড়ি আনতে পারবেন এই মডেলটি। এই সম্পর্কে বিস্তারিত জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করবেন।