Bike Loan

Hero Splendor Plus: স্টাইলিশ লুকে বাইকের রাজা আসছে বাজার দাপাবে, হাতে পাবেন সাইকেলের দামে! 80 কিমির লম্বা মাইলেজ

Pushpita Baral

Published on:

আপনিও যদি কম দামে একটি নতুন বাইক কিনতে চান, তাহলে আজকের খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাকে হিরো কোম্পানির হিরো স্প্লেন্ডার প্লাস বাইক সম্পর্কে বলতে যাচ্ছি, যেটি আপনি মাত্র 19000 টাকায় কিনতে পারবেন। হ্যাঁ, হিরো কোম্পানি আপনাকে এই বাইকে মাসিক কিস্তির সুবিধা দিচ্ছে। আপনি মাত্র 19000 ডাউন পেমেন্ট দিয়ে আপনার এক লক্ষ মূল্যের একটি বাইক ঘরে তুলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের বিশেষত্ব এবং দাম সম্পর্কিত যাবতীয় তথ্য।

Hero Splendor Plus: মাইলেজ

Hero Splendor Plus বাইকে একটি 97.2cc সিলিন্ডার রয়েছে। এটিতে 4টি গিয়ার বক্স সহ একটি এয়ার কুলড ইঞ্জিন রয়েছে, যা 8000 rpm-এ 8.02 PS শক্তি সহ 8.05 NM এর টর্ক তৈরি করবে। আপনি একবারে এই বাইকের ভিতরে 9.8 লিটার ফুয়েল ভর্তি করতে পারেন, যদি আমরা এই বাইকের মাইলেজের কথা বলি তাহলে এই বাইকটি 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।

   

Hero Splendor Plus: মাসিক কিস্তির সুবিধা

আপনাদের সকলকে জানিয়ে রাখি যে, হিরো কোম্পানি তার বাইক হিরো স্প্লেন্ডার প্লাসে মাসিক কিস্তির সুবিধা দিচ্ছে। কোম্পানি তিনটি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টের সাথে এই বাইকটি লঞ্চ করেছে, যার দামও আলাদা আলাদা। এই বাইকের প্রারম্ভিক মূল্য হল 76306 টাকা, এর টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম হল 77586 টাকা। এই বাইকগুলির টপ ভেরিয়েন্টের অন-রোড মূল্য প্রায় 90000।

Hero Splendor Plus: ডাউন পেমেন্টের বিবরণ

কোম্পানির লঞ্চ করা Hero Splendor Plus বাইকে কোম্পানি 19000 এর ডাউন পেমেন্ট অফার করছে। ঋণ নিয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনাকে 60 মাস সময় দেওয়া হবে। আপনাকে 60 মাসের জন্য অবশিষ্ট পরিমাণের উপর 8% সুদের হার দিতে হবে। অর্থাৎ, আপনাকে প্রতি মাসে 1468 টাকা দিতে হবে। আপনি নিকটস্থ শোরুমে গিয়ে খুঁটিনাটি আরও বিশদ বিবরণ জেনে এই বাইকটি কিনতে পারেন।