Bike Loan

Hero Splendor Plus: চমকের পর চমক হিরোর, কম দামে সেরার সেরা বাইক এখানে! অবাক করবে চেহেরা

Aindrila Dhani

Published on:

hero-splendor-plus-bike-august-2024

Hero Splendor Plus : হিরো মোটোকর্প একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি বেশ কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। হিরোর জনপ্রিয় মডেলগুলির মধ্যে থেকে অন্যতম হল Hero Splendor Plus। ভারতীয় বাজারে এর এক আলাদা পরিচয় রয়েছে।

এই বাইক আপনারা ভারতের বেশিরভাগ বাড়িতে খুঁজে পাবেন। এতে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। এছাড়া ফিউল লেভেল ইন্ডিকেটর রয়েছে। এই বাইক প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। যাঁরা বাজেট ফ্রেন্ডলি দামে বাইক কিনতে চাইছেন, তাঁরা এই মডেলটি কিনতে পারেন। মাত্র 74 হাজার টাকায় বাড়ি আনতে পারবেন।

   

Hero Splendor Plus: ডিজাইন

সবার প্রথমে আমরা এই বাইকের লুক নিয়ে কথা বলব। এই বাইকের নতুন মডেলে ছোটখাটো পরিবর্তন করেছে কোম্পানি। যে কারণে Hero Splendor Plus আগের থেকে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই বাইকে এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া বেশ কিছু কসমেটিক পরিবর্তন আনা হয়েছে।

Hero Splendor Plus: ইঞ্জিন

বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, Hero Splendor Plus-এ শক্তিশালী ইঞ্জিন এর ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 97 সিসির ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 8.02 পিএস শক্তি ও 8.005 এনএম টর্ক উৎপাদন করতে পারে। প্রতি লিটারে এই বাইক 60 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Hero Splendor Plus: ফিচার

Hero Splendor Plus-এ আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর আর এলইডি টেইল লাইট রয়েছে। এর পাশাপাশি ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আরামদায়ক সিট আর টিউবলেস টায়ার সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

Hero Splendor Plus: দাম

দামের কথা বলতে গেলে, Hero Splendor Plus মধ্যবিত্ত পরিবারের আয়ত্তের মধ্যেই রাখা হয়েছে। এই মডেল বেশ সাশ্রয়ী। এটি আপনারা 74 হাজার 46 টাকায় পেয়ে যাবেন।