Bike Loan

পেট্রোলের চিন্তা বাই বাই! Hero Splendor এবার নতুন রুপে, রেঞ্জ 170 কিমি

Aindrila Dhani

Published on:

hero-splendor-electric-bike

Hero Motocorp-এর বিখ্যাত বাইক Hero Splendor ভারতীয় বাজারে ইলেকট্রিক বাইকের চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে। গ্রাহকদের এই চাহিদাই পূরণ করার চেষ্টা করছে কোম্পানি। এবার Hero Splendor -এর ইলেকট্রিক ভেরিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। এটি একবার সম্পূর্ণ চার্জেই 170 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। জেনে নিন বিস্তারিত।

বর্তমান সময়ে জ্বালানি তেলের অতিরিক্ত খরচ বাচাতে গ্রাহকরা ইলেকট্রিক বাইক ব্যবহার করা শুরু করেছেন। তবে এই মডেলগুলোর কারণে জ্বালানি তেলের খরচ না হলেও, কিনতে বেশ ভালো টাকাই খরচ হয়ে যাচ্ছে‌। অবশ্য আপনারা মার্কেটে বেশ কম দামি মডেলও পেয়ে যাবেন। কিন্তু সেগুলির কোয়ালিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবার আপনাদের বিশ্বস্ত কোম্পানী Hero Motocorp তার জনপ্রিয় বাইক Hero Splendor-এর ইলেকট্রিক ভেরিয়েন্ট আনতে চলেছে। এতে আধুনিক ফিচার ও শক্তিশালী ব্যাটারী রয়েছে।

Hero Splendor ইলেকট্রিক বাইকের রেঞ্জ

এই মডেলটির লুকে তেমন কোন পরিবর্তন আনেনি কোম্পানি। পেট্রোল ভেরিয়েন্টের মতোই এর ডিজাইন রাখা হয়েছে। তবে খানিকটা আধুনিকতা যুক্ত হয়েছে এতে। Hero Splendor ইলেকট্রিক বাইকে বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে কোম্পানি। এছাড়াও রয়েছে আধুনিক টেকনোলজির শক্তিশালী মোটর। ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এটি 170 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।

Hero Splendor ইলেকট্রিক বাইকের ফিচার্স

Hero Splendor -এর পেট্রোল ভেরিয়েন্ট গ্রাহকদের মধ্যে বেশ পপুলার। এবার এই ইলেকট্রিক বাইকটি আধুনিক ফিচার সহ ভারতীয় বাজারে আসতে চলেছে। এতে আপনার নতুন ডিজিটাল ডিসপ্লে, নতুন LED হেডলাইট, ক্রুজ কন্ট্রোল, সাইড স্ট্যান্ড এলার্ট ও USB চার্জিং সাপোর্ট সহ কয়েকটি ফিচার পেয়ে যাবেন।

Hero Splendor ইলেকট্রিক বাইকের দাম

এখনো পর্যন্ত কোম্পানি এই ইলেকট্রিক বাইকের দাম জানায়নি। তবে অনুমান করা যাচ্ছে Hero Splendor ইলেকট্রিক ভেরিয়েন্টের দাম 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে হবে।