অটোমোবাইল সেক্টরের সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল Hero Splendor Plus দুর্দান্ত রেঞ্জ সহ চলে এসেছে আপনাদের মন জিততে। এতে আপনারা আধুনিক ফিচারস পেয়ে যাবেন। বর্তমানে ভারতীয় বাজারে সবথেকে বেশি চাহিদা সম্পন্ন মোটরসাইকেল হল Hero Splendor Plus। মধ্যবিত্ত পরিবারের কাছে এই মডেলটি বেশ পছন্দের।
Hero Splendor Plus-এর ডিজাইন দেখলে অবাক হয়ে যাবেন আপনারা। এই মডেলের রেঞ্জ থেকে শুরু করে ফিচার্স সবই গ্রাহকদের ভালো লাগে। কোম্পানি এডভান্স টেকনোলজি সহ নিয়ে এসেছে Hero Splendor Plus 2024। সলিড ফিচার্স সহ আরো একবার লঞ্চ হয়েছে এই বাইক। আগের তুলনায় আরো বেশি রেঞ্জ ও ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন Hero Splendor Plus 2024-এ।
Hero Splendor Plus-এর মাইলেজ (Hero Splendor Plus Mileage)
মধ্যবিত্তদের এই প্রিয় বাইকে 97.2cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। Hero Splendor Plus 2024-এর ইঞ্জিন সর্বাধিক 8.01 bhp শক্তি ও 8.05 Nm টর্ক উৎপাদন করতে পারে। এখন এই বাইক প্রতি লিটারে 75.6 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
Hero Splendor Plus-এর ফিচার্স (Hero Splendor Plus 2024 feature)
Hero Splendor Plus বর্তমানে মধ্যবিত্ত পরিবারের সবথেকে প্রিয় বাইক। এই বাইকে আপনারা লেটেস্ট ও আপডেটেড ফিচার্স পেয়ে যাবেন। এতে নতুন গ্রাফিক্স, আকর্ষক হেডলাইট আর নতুন টেইল লাইট যুক্ত করা হয়েছে। এছাড়া Hero Splendor Plus 2024-এ LED হেড ল্যাম্প, সাইড স্ট্যান্ড কাট অফ ইঞ্জিন, টার্ন বাই টার্ন নেভিগেশন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল নোটিফিকেশন ও মেসেজ নোটিফিকেশনের মতো ফিচার পেয়ে যাবেন।
Hero Splendor Plus-এর দাম
দামের কথা বলতে গেলে, Hero Splendor Plus 2024-এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 73 হাজার 630 টাকা থেকে শুরু হচ্ছে। এটি আপনারা ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন।