Bike Loan

Hero Pleasure Plus: কলেজ স্টুডেন্ট দের সেরা চয়েস! চমৎকার স্কুটি নিয়ে বাজারে হিরো, কিস্তি মাত্র 3 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

hero-pleasure-plus-mileage-features

Hero Pleasure Plus: বর্ষাকালে আপনি কি বাজেট ফ্রেন্ডলি স্কুটার কেনার কথা ভাবছেন? রোজ অফিসে যাতায়াতে সমস্যা হচ্ছে! তাহলে হিরোর এই স্কুটারটি কিনতে পারেন। যেমন পারফর্মেন্স দেবে তেমনই দেখতে সুন্দর। ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই ড্রাইভ করতে পারবেন হিরোর এই মডেল।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Hero Pleasure Plus-এর সম্পর্কে। ভারতীয় স্কুটার বাজারে এটি কিন্তু বেশ ভালো বিকল্প। এর দামও খুব একটা বেশি নয়। আপনারা চাইলে মাত্র 9 টাকা খরচ করে এটি কিনতে পারবেন। এতে কম্বিনেশন ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এই স্কুটারে 4.8 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

   

Hero Pleasure Plus: ফিচার্স

এই স্কুটারে অডোমিটার, ট্রিপ মিটার, ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল চার্জিং পোর্ট, হ্যান্ডেল বার, ফিট ব্যাকরেস্ট ইত্যাদি রয়েছে। এতে আপনারা টিউবলেস টায়ার, কম্বিনেশন ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল পেয়ে যাবেন।

Hero Pleasure Plus: ইঞ্জিন

এই স্কুটারে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা 110.09cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 7000 rpm-এ 8.15 Ps শক্তি ও 5500 rpm-এ 8.70 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। Hero Pleasure Plus-এ 4.8 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এই স্কুটার প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hero Pleasure Plus: দাম

এই স্কুটারের দামের কথা বলতে গেলে, Hero Pleasure Plus-এর প্রারম্ভিক এক্স শোরুম দাম 85 হাজার 872 টাকা। তবে আপনারা ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মাত্র 9 হাজার টাকা ডাউন পেমেন্ট করে 76 হাজার 872 টাকা লোন নিতে হবে। তাহলে 2 বছরের জন্য 8 শতাংশ সুদের হারে প্রতি মাসে 3 হাজার 537 টাকা ইএমআই জমা করতে হবে। ভারতীয় বাজারে এই বাইকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হল- Honda Activa 125, TVS Jupiter 125 আর Yamaha Fascino 125।