Bike Loan

Hero Passion Xtec: এত কম দামে বাইক আর পাবেন না! ধামাকাদার এন্ট্রি নিচ্ছে হিরো, 1 লাখ টাকার কমে সেরা বাইক

Aindrila Dhani

Published on:

hero-passion-xtec-price

Hero Passion Xtec: ভারতীয় বাজারের একটি বিখ্যাত বাইক হল Hero Passion Xtec। এই বাইকে আপনারা আরামদায়ক রাইটিং উপভোগ করবেন। এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে লম্বা সফরে গেলেও আপনাদের ক্লান্তি লাগবে না।

   

এই বাইকে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এছাড়া অ্যাডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। প্রতি লিটারে 60 কিলোমিটার মাইলেজ দিতে পারে Hero Passion Xtec। ফলে পেট্রোলের পিছনে আপনাদের বেশ খানিকটা টাকা সাশ্রয় হবে। এতে ফিউল ইগনিশনের সুবিধা রয়েছে। 1 লাখ টাকারও কমে কিনতে পারবেন এই দুর্দান্ত বাইকটি।

Hero Passion Xtec: ইঞ্জিন

এই টু-হুইলারে 113.2cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 7000 rpm-এ 9.15 bhp শক্তি ও 5000 rpm-এ 10 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে। Hero Passion Xtec-এ 9 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Hero Passion Xtec: ফিচার্স

Hero Passion Xtec-এর ফিচার সম্বন্ধে বলতে গেলে, এতে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ফিউল ইগনিশন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সেলফ স্টার্ট বাটন, ব্রেক লাইট, এলইডি হেডল্যাম্প, চার্জিং সাপোর্ট ও ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে।

Hero Passion Xtec: দাম

এই বাইকটি আলাদা আলাদা ভ্যারিয়েন্ট ও ভিন্ন ভিন্ন রঙে উপলব্ধ। Hero Passion Xtec-এর এক্স শোরুম দাম 82 হাজার 38 টাকা থেকে 89 হাজার 388 টাকার মধ্যে।