নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে Hero Motocorp। আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি দামে দুর্দান্ত বাইকের খোঁজে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য ভীষণ কাজের হতে চলেছে। Hero Motocorp নিয়ে এসেছে তাদের নতুন বাইক- Hero Passion XTEC। এতে আধুনিক ফিচারের সুবিধা যেমন পাবেন, তেমনই থাকছে শক্তিশালী ইঞ্জিন। এছাড়া আরামদায়ক সিটের ব্যবস্থা তো রয়েছেই।
Hero Motocorp গত কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানির বহু মডেল ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এবার 100cc সেগমেন্টে নতুন বাইক নিয়ে হাজির হয়েছে এই বিখ্যাত কোম্পানি। মাত্র 17 হাজার টাকার বিনিময়ে Hero Passion XTEC বাড়ি নিয়ে যেতে পারবেন আপনারা। জেনে নিন বিস্তারিত।
Hero Passion XTEC: ফিচার্স
হিরোর এই বাইকে ডিজিটাল স্পিডোমিটার, এওডোমিটার, এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, এলার্ম, ক্লক, ওয়ান টাচ সেলফ স্টার্ট, ডিজিটাল ইন্ডিকেটর, ডিজিটাল কনসোল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট আর এন্টি লক ব্রেকিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে। এছাড়া এতে নেভিগেশনের সুবিধা পেয়ে যাবেন।
Hero Passion XTEC: ইঞ্জিন
Hero Passion XTEC-এর ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকে 113.2cc-র এয়ার কুল্ড, ফিউল ইনজেক্টেড, সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা সর্বাধিক 9 bhp শক্তি ও 9.79 Nm টর্ক জেনারেট করতে পারে। মাইলেজের কথা বলতে গেলে, এই বাইকটি প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ দেয়।
Hero Passion XTEC: দাম
এই বাইকের এক্স শোরুম দাম 93 হাজার 791 টাকা।
কীভাবে 17 হাজার টাকায় Hero Passion XTEC কিনবেন?
আপনারা চাইলে এই বাইকটি ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি 17 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে বাকি 76 হাজার 791 টাকা আপনাকে লোন নিতে হবে। এরপর 4 বছরের জন্য প্রতি মাসে 10 শতাংশ সুদের হারে 1 হাজার 937 টাকা করে কিস্তি জমা করতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে নিকটবর্তী হিরো শোরুমে যোগাযোগ করুন।