Bike Loan

মুগ্ধ করবে নতুন Hero Mavrick, ফাটাফাটি ইঞ্জিন, ছুটলে আগুন ঝরে রাস্তায়!

Aindrila Dhani

Updated on:

hero-mavrick-launch-date

সম্প্রতি ভারতীয় বাজারে Hero Mavrick-এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এটি পারফরম্যান্সের দিক থেকে দারুন একটি মডেল। নিজের লুকস্ আর ফিচার সহ বেশকিছু কারণে বাইক প্রেমীদের চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে Hero Mavrick। জেনে নিন বিস্তারিত।

   

Hero Motocorp টু-হুইলার মার্কেটে বিখ্যাত একটি নাম। এই কোম্পানির জনপ্রিয় মডেল Hero Mavrick। আকর্ষণীয় লুকের পাশাপাশি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এই বাইকটি দুর্দান্ত পারফরম্যান্স দেয়। এতে আপনারা রিফ সি ব্লু মেটালিক, পার্ল স্প্লেন্ডার রেড,‌ ম্যাট সাইনোস গ্রে মেটালিক, ব্ল্যাক, পার্ল কুল হোয়াইট রং পেয়ে যাবেন। এবার 125cc সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করতে চলেছে Hero Motocorp।

Hero Mavrick: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে 124.9cc ইঞ্জিন রয়েছে। যা 14.74 bhp শক্তি ও 11.6 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলে 6 স্পিড ট্রান্সমিশন রয়েছে। এর সাহায্যে আপনি সহজেই গিয়ার পরিবর্তন করতে পারবেন।

Hero Mavrick: লুক ও ডিজাইন

এই বাইকের লুক ভীষণ আকর্ষণীয়। Hero Mavrick -এর ডিজাইনে আধুনিকতার স্পষ্ট ছাপ রয়েছে। এই মডেলে গোলাকার হেডলাইট, অ্যালয় হুইল ও আন্ডারবেলি এক্সজস্ট থাকতে পারে।

Hero Mavrick 440 খুব জনপ্রিয় একটি মডেল। এবার ইউরোপ মার্কেটে এই বাইকের 125cc মডেল‌ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Hero Motocorp। এই বাইকে একাধিক রং পেয়ে যাবেন আপনারা। ফলে নিজের পছন্দ মতো ডিজাইন সহজেই বেছে নিতে পারবেন। কিন্তু এটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি। 125cc সেগমেন্টে KTM 125 Duke -এর মতো জনপ্রিয় বাইকের সাথে প্রতিযোগিতা করবে Hero Mavrick।

Hero Mavrick বাইকের দাম কত?

এই মডেলটি এখনও লঞ্চ হয়নি। আর কোম্পানির তরফ থেকেও তেমন কোনো তথ্য সামনে আনা হয়নি। ফলে Hero Mavrick-এর সঠিক দাম আমরা এই মুহূর্তে বলতে পারছি না।