Bike Loan

Hero Mavrick 440 vs Triumph Speed 400 : সেরা বাইক কোনটি? কেন কেনা উচিত দেখে নিন

Aindrila Dhani

Published on:

Hero Mavrick 440 vs Triumph Speed 400

Hero Mavrick 440 vs Triumph Speed 400: কোন বাইকটি আপনার জন্যে উপযুক্ত ? বুঝতে পারছেন না কোনটি কেনা উচিত। আসুন দেখে নেওয়া যাক কোন বাইক টি আপনার জন্যে সেরা।

Hero Mavrick 440 সম্প্রতি ভারতীয় মোটরসাইকেল মার্কেটে লঞ্চ করেছে। এটি একটি ন্যাকেড স্ট্রিট বাইক। এই মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1 লাখ 99 হাজার টাকা থেকে এটি আপাতত reservation এর জন্য উপলব্ধ রয়েছে। এর সাথে আপনারা পেয়ে যাবেন ‘Welcome to Mavrick Club offer’। যে সমস্ত কাস্টমাররা 15 ই মার্চের মধ্যে Hero Mavrick 440 বুক করবেন তারা পেয়ে যাবেন Personalized ‘Mavrick Kit’ সহ 10 হাজার টাকার দারুন গিফট। জেনে নিন বিস্তারিত।

আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে Hero Mavrick 440 ভারতীয় বাজারে চলে এসেছে। আপনারা চাইলে এখন এই মডেলটি বুক করতে পারেন। Hero Mavrick 440 মডেলটি বেশ কিছু ক্ষেত্রেই Harley Davidson X440 মডেলের মতো। তবে বর্তমানে এই নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। Harley Davidson X440 মডেলে ব্যবহৃত USD forks আর Gas charged dual shock এর পরিবর্তে যথাক্রমে Telescopic fork ও Hydraulic dual shock ব্যবহার করা হয়েছে। সামনের 17 ইঞ্চির চাকার পরিবর্তে ব্যবহার করা হয়েছে 18 ইঞ্জির ইউনিট।

Harley Davidson X440 মডেলের পাশাপাশি Hero Mavrick 440 বেশ কয়েকটি অন্যান্য বাইকের সাথেও প্রতিযোগিতা করবে। আজকের প্রতিবেদনে Mavrick 440 আর Triumph Speed 400 বাইকের মধ্যে পার্থক্য আলোচনা করা হবে।

গতবছর Triumph Speed 400 মডেলটি আমাদের সামনে আনা হয়েছিল। সেই সময় এই বাইকের এক্স শোরুম মডেলের স্পেশাল প্রাইস ছিল 2 লাখ 23 হাজার টাকা। এর ফলে গ্রাহকদের মধ্যে হুলস্থুল পড়ে গেছিল। এখন Mavrick 400 মডেল চলে এসেছে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই দুই মডেলের মধ্যে।

Hero Mavrick 440 VS Triumph Speed 400

ডিজাইন : Hero Mavrick 440 মডেলটি Harley Davidson X440 মডেলের ডিজাইন অনুসরণ করে তৈরি করা হয়েছে। এতে আপনারা নিও-রেট্রো স্টাইল দেখতে পারবেন। এতে রয়েছে single piece seat configuration, bar end mirror, গোলাকার LED হেডলাইট, H আকৃতির LED DRL। অপরদিকে Triumph Speed 400 মডেলে আপনারা মডার্ন ক্লাসিক লুক দেখতে পাবেন। এতে রয়েছে blacked out engine case, upswept exhaust, contoured fuel tank, bar end mirrors, সোনালী USD forks ইত্যাদি।

ইঞ্জিন : Hero Mavrick 440 বাইকে 440 cc, oil cooled, single cylinder ইঞ্জিন রয়েছে। যা 6,000 rpm এ 27 bhp শক্তি ও 4,000 rpm এ 36 Nm টর্ক উৎপাদন করে। অপরদিকে Triumph Speed 400 বাইকে 399 cc liquid cooled, single cylinder ইঞ্জিন রয়েছে। যা 8,000 rpm এ 40 bhp শক্তি ও 6,500 rpm এ 37.5 Nm টর্ক উৎপাদন করে। এতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স।

হার্ডওয়্যার : Mavrick 440 মডেলে Monoshock আর Telescopic front forks রয়েছে। এতে রয়েছে 17 ইঞ্চির alloy wheels। এই বাইকের সামনে 320 mm ডিস্ক ব্রেক আর পিছনে 240 mm ডিস্ক ব্রেক রয়েছে। অপরদিকে Speed 400 মডেলে USD front forks, monoshock, সামনে ও পিছনে dual channel ABS disc brakes রয়েছে। এছাড়া রয়েছে 17 ইঞ্চির alloy wheels।

ফিচারস : Mavrick 440 মডেলে digital instrument cluster, automatic headlights, USB charging port ও Bluetooth connectivity রয়েছে। আর Speed 400 মডেলে anti theft immobilizer, semi digital instrument cluster, full LED lighting, switchable traction control system ও ride by wire throttle এর মতো ফিচার রয়েছে।

দাম : Hero Mavrick 440 মডেলের তিনটি ভেরিয়েন্ট রয়েছে- Base, Mid আর Top। এই তিনটি ভেরিয়েন্টের এক্স শোরুম দাম যথাক্রমে 1.99 লাখ টাকা, 2.14 লাখ টাকা আর 2.24 লাখ টাকা। অপরদিকে Triumph Speed 400 মডেলের কেবলমাত্র একটি ভেরিয়েন্ট রয়েছে, যার এক্স শোরুম মূল্য 2 লাখ 33 হাজার টাকা।