Bike Loan

Hero Mavrick 440: আরাবও নতুন লুকে ফিরছে হুড়ো, বাজিমাত করবে লুকে! যুবকদের ভীষণ পছন্দের‌ মডেল, রাস্তায় নামলে দেখবে সবাই

Aindrila Dhani

Published on:

hero-mavrick-440-price

Hero Mavrick 440: সম্প্রতি ভারতীয় বাজারে Hero Mavrick 440-র জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এটি পারফরম্যান্সের দিক থেকে দারুণ একটি মডেল। নিজের লুক আর ফিচার সহ বেশকিছু কারণে বাইক প্রেমীদের চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে Hero Mavrick 440। জেনে নিন বিস্তারিত।

আপনি কি এমন বাইকের খোঁজে রয়েছেন যা স্টাইলের পাশাপাশি শক্তির দিক থেকেও দুর্দান্ত? আমরা এমন একটি বাইকের কথাই আপনাদের বলব। Hero Mavrick 440 এখন যুবকদের ভীষণ পছন্দের‌। এই বাইকে আপনারা দুর্দান্ত কিছু ফিচার পেয়ে যাবেন। আবার এর লুকও বেশ আকর্ষণীয়। এতে আপনারা নিজের স্মার্ট ফোন যখন খুশি চার্জ করতে পারবেন।

   

Hero Mavrick 440: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে 440সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। এই ইঞ্জিন দুর্দান্ত পিকআপ ধরতে পারে। এছাড়া বেশ ভালো টর্ক জেনারেট করতে পারে এটি। আপনি শহরে চালান বা হাইওয়ে, সব জায়গাতেই দুর্দান্ত পারফরমেন্স দেবে এটি। এই বাইকের সাসপেনশন সিস্টেম ভীষণ ভালো। এর ফলে যে কোনো রকম রাস্তায় Hero Mavrick 440 চালাতে অসুবিধা হবে না।

Hero Mavrick 440: ডিজাইন

স্টাইলিশ ও আধুনিক বাইক কিনতে চাইলে Hero Mavrick 440 বেছে নিতে পারেন। এর সম্পূর্ণ লুক ভীষণ আকর্ষণীয়। এই বাইকের এগ্রেসিভ স্টেন্স ও মাস্কুলার লুক ভিড়ের মধ্যে একে সবার থেকে আলাদা করে। রাতে রাইড করার জন্য কোম্পানি এই বাইকে এলইডি লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তবে এই লাইটিং Hero Mavrick 440-র লুক প্রিমিয়াম করে তুলেছে।‌ পারফরম্যান্স আর লুক সব দিক থেকেই এই বাইকের কোনো তুলনা হয় না।

Hero Mavrick 440: ফিচার্স

এই বাইকে আপনারা অনেকগুলি ফিচার পেয়ে যাবেন। যার ফলে বাইক রাইডিং হবে অনেক বেশি মজাদার। এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট সহ বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন। এই ফিচার রাস্তায় বাইক চালানোর সময় আপনাকে সুরক্ষা প্রদান করবে। ভারতীয় বাজারে এই মুহূর্তে Hero Mavrick 440 বেস্ট বিকল্পগুলির মধ্যে থেকে অন্যতম।