Bike Loan

Hero Mavrick 440: ভরপুর চমকে হিরো! এই বাইকের ধারে কাছে নেই কেউ, স্টাইলিশ লুকে রাস্তার রাজা এই মডেল

Aindrila Dhani

Published on:

hero-mavrick-440-price-2024

Hero Mavrick 440 : 2024 এর ফেব্রুয়ারিতে Hero Motocorp তার ফ্ল্যাগশিপ মডেল Hero Mavrick 440 লঞ্চ করেছিল। এটি Harley Davidson X440-এর সাথে মিলিতভাবে ডেভেলপ করা হয়েছিল। ফলে এই দুটি মডেলের মধ্যে বেশকিছু মিল রয়েছে। এবার কোম্পানির তরফ থেকে Hero Mavrick 440 ডেলিভারির দিন ঘোষণা হয়েছে।

   

সম্প্রতি Hero দুর্ধর্ষ একটি ক্রুজার বাইক লঞ্চ করেছে। মডেলটি হল Hero Mavrick 440। বর্তমানে চতুর্দিকে এই বাইকের চর্চা চলছে। Hero Mavrick 440-র আকর্ষণীয় লুক আর শক্তিশালী ইঞ্জিন এর প্রধান কারণ। এই বাইকে আপনারা নেভিগেশনের সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে প্রায় 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Hero Mavrick 440 -তে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক সহ মর্ডাণ ও রেট্রো ডিজাইনের মেলবন্ধন করা হয়েছে। কোম্পানি ফুয়েল ট্যাঙ্ক, স্রাউড ও ফেন্ডারের জন্য মেটাল ব্যবহার করেছে। এছাড়া এতে LED লাইট ব্যবহার করা হয়েছে। অপরদিকে ব্লুটুথ কানেক্টিভিটি সহ নেগেটিভ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা পেয়ে যাবেন।

Hero Mavrick 440: ইঞ্জিন

এই স্পোর্টি বাইকে 440cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 6000 rpm-এ 27 Ps শক্তি ও 4000 rpm- 36 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে।

Hero Mavrick 440: ফিচার্স

এতে আপনার ব্র্যান্ডেড ফিচারের সুবিধা পেয়ে যাবেন। Hero Mavrick 440-তে ফিউল ট্যাঙ্ক, টেইল লাইট, হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল ABS ইত্যাদি ফিচার রয়েছে।

Hero Mavrick 440 বাইকের দাম

ভারতীয় বাজারে Hero Mavrick 440-এর এক্স শোরুম দাম 1 লাখ 25 হাজার টাকা।