Hero Mavrick 440: আপনি কি ক্রুজার বাইক চাইছেন? শক্তিশালী ইঞ্জিন ইঞ্জিন আর স্টাইলিশ লুক সহ হিরোর এই বাইক আপনার ভালো লাগবে। হিরো মোটর্স বিখ্যাত একটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বছরের পর বছর ধরে এই কোম্পানি দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও সফলভাবে ব্যবসা করছে।
ক্রুজার বাইক সেগমেন্টে Hero Mavrick 440 একটি ভালো বিকল্প। এটি 440 সিসি সেগমেন্টে আনা হয়েছে। গ্রাহকদের কাছে ভীষণ জনপ্রিয় এই বাইক। পারফরম্যান্সের দিক থেকেও দুর্ধর্ষ এটি। রয়্যাল এনফিল্ডকে জোরদার টক্কর দিতে সক্ষম এটি। সুরক্ষার জন্য এই বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। Hero Mavrick 440 প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে। 40 হাজার টাকারও কমে এটি কিনতে পারবেন।
Hero Mavrick 440: ইঞ্জিন
এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে 440 সিসির এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 27.33 বিএইচপি শক্তি ও 36 এনএম টর্ক উৎপাদন করতে পারে। মাইলেজের কথা বলতে গেলে, Hero Mavrick 440 প্রতি লিটার পেট্রোলে 30 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
Hero Mavrick 440: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে আধুনিক ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। Hero Mavrick 440-তে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, টিউবলেস টায়ার, আরামদায়ক সিট, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক আর অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। রাতে বাইক চালাতে সুবিধার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইট দেওয়া হয়েছে।
Hero Mavrick 440: দাম
এই বাইকের এক্স শোরুম দাম 1.99 লাখ টাকা থেকে শুরু হয়েছে। এর টপ মডেলের এক্স শোরুম দাম 2.24 লাখ টাকা। Hero Mavrick 440 আপনারা 39 হাজার 800 টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি আনতে পারবেন। সেক্ষেত্রে 3 বছরের জন্য প্রতি মাসে 4 হাজার 73 টাকা করে কিস্তি জমা করতে হবে।