Bike Loan

Hero Mavrick 440: বাইকারদের হৃদয়ে ঝড় তুলে বাজারে এলো হিরো! খরচা মাত্র 7 হাজার টাকা, বাইক কিনতে উপচে পড়ল ভিড়

Aindrila Dhani

Published on:

hero-mavrick-440-bike-2024

Hero Mavrick 440: 2024 এর ফেব্রুয়ারিতে Hero Motocorp তার ফ্ল্যাগশিপ মডেল Hero Mavrick 440 লঞ্চ করেছিল। এটি Harley Davidson X440-এর সাথে মিলিতভাবে ডেভেলপ করা হয়েছিল। ফলে এই দুটি মডেলের মধ্যে বেশকিছু মিল রয়েছে। এবার কোম্পানির তরফ থেকে Hero Mavrick 440 ডেলিভারির দিন ঘোষণা হয়েছে। জেনে নিন বিস্তারিত।

Hero Mavrick 440-তে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক সহ মর্ডান ও রেট্রো ডিজাইনের মেলবন্ধন করা হয়েছে। কোম্পানি ফুয়েল ট্যাঙ্ক, স্রাউড ও ফেন্ডারের জন্য মেটাল ব্যবহার করেছে। এছাড়া এতে LED লাইট ব্যবহার করা হয়েছে। অপরদিকে ব্লুটুথ কানেক্টিভিটি সহ নেগেটিভ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা পেয়ে যাবেন।

   

Hero Mavrick 440: ইঞ্জিন

এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে 440সিসির BS6 ইঞ্জিন। যা 27 বিএইচপি শক্তি ও 36 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের ওজন 191 কিলোগ্রাম। এতে আপনারা 13.5 মিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি পেয়ে যাবেন।

Hero Mavrick 440: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, Hero Mavrick 440-তে স্মার্টফোন কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সুবিধা রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি এন্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনার টাইপ সি চার্জিং করতে সুবিধা পাবেন।

সাসপেনশনের কথা বলতে গেলে, এর সামনের দিকে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনের দিকে মনোশক সাসপেনশন রয়েছে। এর ফলে আপনারা এবড়োখেবড়ো রাস্তাতেও আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন।

Hero Mavrick 440: দাম

এই বাইকটির এক্স শোরুম দাম 2.40 লাখ টাকা থেকে শুরু হয়েছে। আপনি চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারেন। সেক্ষেত্রে 6 হাজার 878 টাকার মাসিক কিস্তি আপনাকে জমা করতে হবে।