Bike Loan

Hero Lectro H5 Electric Cycle: দাম মাত্র 25 হাজার, পকেটে 930 টাকা থাকলেই কেল্লাফতে! এবার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ

Aindrila Dhani

Published on:

hero-lectro-electric-cycle-range

Hero Lectro H5 Electric Cycle : আপনি যদি একটি নতুন ইলেকট্রিক সাইকেল কিনতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার কাজে লাগবে। মার্কেটে এই মুহূর্তে ইলেকট্রিক সাইকেলের বেশকিছু অপশন রয়েছে। কিন্তু ভারতীয় অটোমোবাইল সেক্টরে ইলেকট্রিক সাইকেলের অপশন খুব সীমিত, কিন্তু মানুষের মধ্যে চাহিদা রয়েছে। তাই হিরো নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক সাইকেল।‌

এখন ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা চোখে পড়ার মতো। এই তালিকায় এবার যুক্ত হয়েছে ইলেকট্রিক সাইকেল। মাত্র 930 টাকায় Hero Lectro H5 Electric Cycle আপনার হতে পারে। প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এটি। এই টু-হুইলারে জিপিএস-এর সুবিধা পেয়ে যাবেন।

   

Hero Lectro H5 Electric Cycle : ফিচার্স

সবার প্রথমে এই ইলেকট্রিক সাইকেলের ফিচার্স সম্পর্কে কথা বলব। Hero Lectro H5 Electric Cycle-এর সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা প্যাডেল, ডিজিটাল স্পিডোমিটার, জিপিএস সিস্টেম, এলইডি হেডলাইট, ডিজিটাল কনসোল, পুশ বাটন স্টার্টের সুবিধা পেয়ে যাবেন। এই ইলেকট্রিক সাইকেলে সিঙ্গেল ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

Hero Lectro H5 Electric Cycle : রেঞ্জ

হিরোর নতুন ইলেকট্রিক সাইকেলে 1.56 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পেয়ে যাবেন।‌ এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 30 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া এতে 250 ওয়াটের বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে কোম্পানি। যার সাহায্যে Hero Lectro H5 Electric Cycle প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Hero Lectro H5 Electric Cycle : দাম

এই ইলেকট্রিক সাইকেলটির এক্স শোরুম দাম 28 হাজার 999 টাকা। মাত্র 930 টাকার মাসিক কিস্তিতে এটি কিনতে পারবেন। এই সম্পর্কে বিশদে জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।