Hero Lectro Electric Cycle: আপনি কি দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ইলেকট্রিক টু-হুইলারের খোঁজ করছেন? আজকে আপনাদের সস্তায় একটি ইলেকট্রিক সাইকেলের খোঁজ দেব। এটি আপনারা জন্মদিনে উপহার হিসেবেও দিতে পারবেন। এবার স্মার্টফোনের দামে পেয়ে যাবেন ইলেকট্রিক সাইকেল।
এখন ইলেকট্রিক টু-হুইলারের ট্রেন্ড চলছে। সাধারণ সাইকেল অবশ্যই পরিবেশ বান্ধব। কিন্তু ইলেকট্রিক সাইকেল চালাতে বেশি কষ্ট করতে হয় না। মাইলের পর মাইল প্যাডেল না করেই যাওয়া যায়। এছাড়া ইলেকট্রিক সাইকেলের সর্বোচ্চ গতিবেগ ভালো হলে অনেকটা রাস্তা অল্প সময়েই যাওয়া যায়। এই কারণে অনেকেই দৈনন্দিন জীবনে ইলেকট্রিক সাইকেল বেছে নিচ্ছেন। Hero নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক সাইকেল- Hero Lectro। এতে রয়েছে আধুনিক ফিচার্স ও দুর্দান্ত রেঞ্জ। জেনে নিন বিস্তারিত।
Hero Lectro Electric Cycle: ব্যাটারি ও রেঞ্জ
এই ইলেকট্রিক সাইকেলে 8.7Ah ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে Hero Lectro 30 কিলোমিটার থেকে 40 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে।
Hero Lectro Electric Cycle: ইলেকট্রিক মোটর ও গতিবেগ
Hero Lectro ইলেকট্রিক সাইকেলের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ব্যবহার করা হয়েছে বড় মোটর। এতে আপনারা 250 ওয়াটের BLDC মোটর পেয়ে যাবেন। এর সাহায্যে ইলেকট্রিক সাইকেলটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Hero Lectro Electric Cycle সাইকেলের আধুনিক ফিচার্স
এই ইলেকট্রিক সাইকেলে আপনারা আরামদায়ক সিট পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে শক্তিশালী টায়ার। কোম্পানি Hero Lectro-তে আকর্ষণীয় ফ্রেম যুক্ত করেছে। এই ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। আপনাদের সুবিধার জন্য Hero Lectro-তে স্মার্ট LED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে আপনারা চারটি রাইডিং মোড পেয়ে যাবেন।
Hero Lectro Electric Cycle সাইকেলের দাম
বাজারে Hero Lectro ইলেকট্রিক সাইকেলের এক্স শোরুম দাম 28 হাজার 999 টাকা। তবে আপনারা ফাইন্যান্সে কিনলে 929 টাকার মাসিক EMI-এর বিকল্প পেয়ে যাবেন।