আপনি কি কম বাজেটে ভালো বাইক কিনতে চাইছেন? বাজারে চলে এসেছে Hero Karizma XMR। এই বাইকে আকর্ষণীয় ফিচারের সাথে রয়েছে দুর্দান্ত ইঞ্জিন সাপোর্ট। এই স্মার্ট বাইকটির লুকও বেশ নজরকাড়া রেখেছে কোম্পানি। জেনে নিন বিস্তারিত।
Hero Karizma XMR 385 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এই বাইকে একাধিক রঙের অপশন রয়েছে। এছাড়া 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি মডেল Hero Karizma XMR।
Hero Karizma XMR: ইঞ্জিন ও পারফরম্যান্স
সবার প্রথমে আমরা এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলব। গাড়ির ইঞ্জিন পাওয়ারফুল হলে গ্রাহকরা ছোটখাটো ত্রুটি এড়িয়ে যান। এই স্মার্ট বাইকে 210 সিসির লিকুইড কুল্ড, 4 ভালভ, DOHC ইঞ্জিন রয়েছে। বাইকটির শক্তিশালী ইঞ্জিন 9250 rpm -এ 25 Ps শক্তি ও 7250 rpm -এ 20.4 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনের সাথে 6 স্পিড ট্রান্সমিশন রয়েছে। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম Hero Karizma XMR।
এই বাইকে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। এই মডেলটির কার্ব ওয়েট 163.5 কেজি। এই বাইকটির রাইডিং রেঞ্জ 385 কিলোমিটার। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি। এর কম্প্রেশন রেশিও 12:01। Hero -র এই স্মার্ট বাইকে স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ রয়েছে। এই বাইকে 73 মিলিমিটারের বোর আর 50 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।
Hero Karizma XMR: ব্রেকিং সিস্টেম ও সাসপেনশন
এই বাইকের সামনের চাকায় 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এতে ডবল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম রয়েছে। Hero Karizma XMR-এর সামনে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে মনোশক প্রি-লোড অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। এছাড়া এই বাইকের সামনে ও পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। আর সামনের চাকায় 100/80, পিছনের চাকায় 140/70 টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।
Hero Karizma XMR: ডাইমেনশন
এই বাইকের দৈর্ঘ্য 2068 মিলিমিটার, প্রস্থ 760 মিলিমিটার আর উচ্চতা 1110 মিলিমিটার। এছাড়া Hero Karizma XMR -এর হুইল বেস 1351 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার আর সিটের উচ্চতা 810 মিলিমিটার।
Hero Karizma XMR বাইকের ফিচার্স
এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ইন্ডিকেটর, ডিসটেন্স টু এম্পটি ইন্ডিকেটর,লো ব্যাটারি ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর সহ বেশ কিছু স্মার্ট ফিচার রয়েছে।
Hero Karizma XMR: ওয়ারেন্টি
এই বাইকে আপনারা 5 বছর অথবা 70 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পাবেন।
Hero Karizma XMR বাইকের দাম
এই বাইকটির এক্স শোরুম মূল্য 1 লাখ 79 হাজার টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে Hero Karizma XMR বুক করতে পারবেন।