Bike Loan

Hero Karizma XMR: বহু চর্চিত Karizma-র পুনর্জন্ম! ঘুম ওড়াবে টিভিএস-ইয়ামাহার, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

hero-karizma-xmr-check-features

আপনি কি বাইক লাভার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি খবর। নতুন করে লঞ্চ হয়েছে Hero Karizma XMR। Hero Motocorp ভারতীয় বাজারে তাদের নতুন বাইককে পুনরায় লঞ্চ করে চর্চায় উঠে এসেছে। তবে এই আপডেটেড মডেলের লুক আগের তুলনায় খানিকটা বদলেছে কোম্পানি। জেনে নিন বিস্তারিত।

ভারতীয় বাজারে Hero Motocorp বিগত কয়েক বছর ধরে রমরমিয়ে ব্যবসা করছে। এই কোম্পানির বেশ কিছু বাইক আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। ভারতে চার চাকার তুলনায় দুই চাকার ব্যবহার বেশি হয়ে থাকে। তাই একের পর এক নতুন মডেল লঞ্চ হতেই থাকে এখানে। তেমনই আমাদের দেশে লঞ্চ হয়েছিল Hero Karizma XMR। কোম্পানি আবার এই একই মডেলকে নতুন লুকে লঞ্চ করে অবাক করে দিয়েছে সকলকে। এই প্রতিবেদনে আমরা Hero Karizma XMR-এর সম্পর্কে কথা বলব।

নতুন Hero Karizma XMR বাইকের ইঞ্জিন ও পারফরমেন্স

এই বাইকে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। Hero Karizma XMR-এ 210cc-র লিকুইড কুল্ড 4 ভালভ ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এই ইঞ্জিন 25.5 Ps শক্তি ও 20.4 Nm টর্ক উৎপাদন করে থাকে। এর সাথেই রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই মডেলটি আপনারা ফ্যান্টম ব্ল্যাক, আইকনিক ইয়েলো আর ম্যাট রেড রংয়ের অপশনে পেয়ে যাবেন।

নতুন Hero Karizma XMR বাইকের ফিচার্স

এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটির সাথে LCD ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন, এডজাস্টেবল উইন্ডোশিল্ড, স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচের মতো ফিচার রয়েছে। এছাড়া ব্রেকিং সিস্টেমে সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেফটি ফিচারে Hero Karizma XMR বাইকে ডবল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এবার যদি আমরা সাসপেনশনের কথা বলি, এই বাইকটির সামনে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে প্রিলোডেড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবজর্ভার সাসপেনশন রয়েছে।

নতুন Hero Karizma XMR বাইকের দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1 লাখ 82 হাজার 900 টাকা। এই বাইকের বুকিং Hero Motocorp-এর অফিসিয়াল ওয়েবসাইট মারফত করা যাবে।