Bike Loan

Hero Hunk: নয়া চমক হিরোর, একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না! দাম 1 লাখের কমে

Aindrila Dhani

Published on:

hero-hunk-bike-2024

Hero Hunk: আপনি কি স্মার্ট ও মডার্ন লুকের বাইকের খোঁজ করছেন? হিরো নিয়ে এসেছে এমনই একটা মডেল। যাকে একবার দেখলেই হা করে তাকিয়ে থাকবেন। যাঁরা আগ্রাসী চেহারার স্পোর্টি বাইক চাইছেন এটি তাঁদের জন্য উপযুক্ত।

এই প্রতিবেদনে আমরা কথা বলছি Hero Hunk-এর সম্পর্কে। ঝাক্কাস ফিচারের সাথে ভারতীয় বাজারে চলে এসেছে এই বাইক। আপনি যদি 2024 সালে নতুন বাইক কিনতে চান, তাহলে এর সম্পর্কে জেনে রাখুন। TVS Apache RTR 160-কে একেবারে নাস্তানাবুদ করে দেবে হিরোর এই বাইক। এতে ডিজিটাল মিটার, ভালো ব্রেকিং সিস্টেম আর ফিল্ড ইন্ডিকেটরের সুবিধা পেয়ে যাবেন।

   

Hero Hunk: ইঞ্জিন

এই বাইকে 160 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 14.4 পিএস শক্তি ও 12.8 এনএম টর্ক উৎপাদন করতে পারে। মাইলেজের দিক থেকেও বেশ ভালো এটি। প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে Hero Hunk।

Hero Hunk: ফিচার্স

এবার আমরা হিরোর এই বাইকে ব্যবহৃত আধুনিক ফিচারের সম্বন্ধে কথা বলব। এতে রাতে রাইড করার জন্য এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইট দেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল মিটার, ডিজিটাল স্পিডোমিটার, ফিউল লেভেল ইন্ডিকেটর ইত্যাদি রয়েছে। সুরক্ষার জন্য সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এই মডেলে।

Hero Hunk: দাম

ভারতীয় বাজারে Hero Hunk-এর প্রতিদ্বন্দ্বী হল-Hero Xtreme 160R 4V, Bajaj Pulsar N160 আর TVS Apache RTR 160। এই বাইকের এক্স শোরুম দাম 1.5 লাখ টাকা।