Bike Loan

লুকে বাজার সেরা! নাম মাত্র দামে মায়দান কাঁপাবে Hero Hunk 150R

Hero Hunk 150R: ভারতের রাস্তায় বিভিন্ন ধরনের টু-হুইলার চলাচল করে। আমাদের দেশে টু-হুইলার মার্কেটের গ্রাফ গত কয়েকবছরে আকর্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কোম্পানি যেমন নতুন বাইক লঞ্চ করেছে, তেমনই বেশকিছু কোম্পানি তাদের পুরোনো মডেলগুলিকে আপগ্রেড করে পুনরায় লঞ্চ করেছে। তেমনই একটি বাইক ভারতীয় বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে। জেনে নিন বিস্তারিত।

Hero Motocorp ভারতীয় বাজারে বছরের পর বছর ধরে সফলভাবে ব্যবসা করছে। এই কোম্পানির বহু মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এবার Hero Hunk 150R লঞ্চ করেছে এই কোম্পানি। স্পোর্টি লুকের এই মডেলটি কম বাজেটে লঞ্চ করা হয়েছে। এই বাইকে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।

Hero Hunk 150R বাইকের ইঞ্জিন

এই বাইকে 149.2cc -র BS6 সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8,500 rpm-এ সর্বাধিক 14.1 bhps ও 6,500 rpm -এ সর্বাধিক 12.6 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 57.3 মিলিমিটারের বোর আর 57.8 মিলিমিটারের স্ট্রোক রয়েছে। Hero Hunk 150R -র কম্প্রেশন রেশিও 9.1:1।

Hero Hunk 150R-র ফিচার্স

এই বাইকে অ্যাডভান্স টাম্বল ফ্লো ইন্ডাকশন টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে নেভিগেশন, স্মার্টফোন কানেক্টিভিটি, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, রাইডিং মোড আর ডবল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম রয়েছে। Hero Hunk 150R -এ ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আর সেল্ফ স্টার্ট ফিচার রয়েছে।

Hero Hunk 150R: লুক ও ডিজাইন

এই বাইকে স্পোর্টি লুক রাখা হয়েছে। এই মডেলে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। যা সম্পূর্ণ ভরলে আপনারা লং ড্রাইভে কোনো সমস্যা ছাড়াই আনন্দ উপভোগ করতে পারবেন। এই বাইকের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে – Hero Hunk 150R DD ও Hero Hunk 150R DD ABS।

Hero Hunk 150R বাইকের দাম

রিপোর্ট অনুযায়ী Hero Hunk 150R-এর এক্স শোরুম দাম 99 হাজার টাকা।