Bike Loan

Hero Honda CBF Stunner PGM FI: পকেট গড়ের মাঠ? কিন্তু বাইক কিনতেই হবে! 20 হাজার টাকারও কমে হিরোর বাইক

Aindrila Dhani

Published on:

hero-honda-cbf-stunner-pgm-fi

Hero Honda CBF Stunner PGM FI : দেশজুড়ে সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেট এখন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এর দৌলতে অনেকেই তাবড় তাবড় বাইক অনেক সস্তায় কিনতে পারছেন। আপনিও যদি ভালো মাইলেজ আর শক্তিশালী ইঞ্জিন সহ আধুনিক ফিচার্স যুক্ত বাইক কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

এই প্রতিবেদনে আমরা কথা বলতে চলেছি Hero Honda CBF Stunner PGM FI-এর। ভারতীয় বাজারে আপনারা বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন। হিরো হোন্ডার এই বাইকটিও ঠিক তেমন।‌ 20 হাজার টাকারও কমে এটি উপলব্ধ রয়েছে ভারতীয় বাজারে। প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই বাইকটি।

   

Hero Honda CBF Stunner PGM FI : ইঞ্জিন

এই বাইকের শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। Hero Honda CBF Stunner PGM FI-তে আপনারা 124.7 সিসির ফিউল ইঞ্জেক্টটেড শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এই ইঞ্জিন 11.7 পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম। এছাড়া 11.2 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। সুরক্ষার জন্য ড্রাম ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Hero Honda CBF Stunner PGM FI : দাম

এই বাইকটি আপনারা বেশ সস্তায় কিনতে পারবেন। আসলে বাইক দেখো ওয়েবসাইটে Hero Honda CBF Stunner PGM FI-এর 2010 খালের মডেল বিক্রি করার জন্য লিস্টিং করা হয়েছে। এটি 74 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। যাঁদের বাজেট কম কিন্তু বাইকের ভীষণ প্রয়োজন তাঁরা এটি চিনতে পারেন। এর কন্ডিশন মোটামুটি ঠিকঠাক আছে। তবে কেনার আগে নিজেরা যাচাই করে নেবেন। মালিক এই বাইকটি 18 হাজার টাকায় বিক্রি করতে চাইছেন। লক্ষ্ণৌতে রেজিস্টার্ড করা এটি। নিজের দায়িত্বে দায়িত্বে কিনবেন। আমাদের ওয়েবসাইট কোন কিছুর জন্য দায়ী থাকবে না।