Bike Loan

Hero HF Deluxe: পকেটে 30 হাজার টাকাও নেই! কিন্তু বাইক কেনা শখ! কম দামেই পূরণ হবে স্বপ্ন, মাইলেজও দুর্ধর্ষ

Aindrila Dhani

Published on:

hero-hf-deluxe-price-2024

Hero HF Deluxe : ভারতীয় বাজারে Hero-র বাইকের চাহিদার চোখে পড়ার মতো। তার মধ্যে থেকে Hero HF Deluxe বেশিরভাগ মানুষের বাজেটে চলে আসে। এছাড়া এতে দুর্দান্ত ফিচার আর ভালো মাইলেজ তো রয়েছেই। তবে এই মডেলটি আপনারা আরও কম দামে পেয়ে যাবেন। কীভাবে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Hero Motors সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন বাইক- Hero HF Deluxe। নতুন আপগ্রেডের এই বাইক ভারতীয় বাজারে চলে এসেছে। এতে আপনারা আধুনিক ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এছাড়া আকর্ষণীয় ডিজাইন রাখা হয়েছে এই মডেলে।

   

Hero HF Deluxe: ইঞ্জিন

এই বাইকে 97.2cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8000 rpm-এ 8.2 bhp শক্তি ও 6000 rpm-এ 8.04 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের সাথে 4 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। Hero HF Deluxe-এর সিট ভীষণ আরামদায়ক। এই বাইকে 2 জন মানুষের বসার মতো যথেষ্ট স্পেস রয়েছে।

Hero HF Deluxe: মাইলেজ

এই বাইক আপনাদের বেশ খানিকটা টাকা সাশ্রয় করবে। Hero HF Deluxe প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

Hero HF Deluxe: ফিচার্স

এই নতুন বাইকে আধুনিক ফিচার্সের ব্যবহার দেখতে পেয়ে যাবেন আপনারা। প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন। এতে বড়ো ফিউল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকের ওজন 110 কিলোগ্রাম। এতে 9.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।‌ Hero HF Deluxe-এ আপনারা দুর্দান্ত কয়েকটি ফিচার পেয়ে যাবেন।‌ এছাড়া এই মডেলের ডিজাইন বেশ আকর্ষণীয় রাখার চেষ্টা করেছে কোম্পানি।

এই বাইকের দুই চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। রয়েছে চেইন ড্রাইভ। এতে রয়েছে 50 মিলিমিটারের বোর আর 49.5 মিলিমিটারের স্ট্রোক। এছাড়া এতে রয়েছে CDI ইগনিশন, ওয়েট মাল্টিপল ক্লাচ ও ফিউল ইনজেক্টেড সিস্টেমের মতো ফিচার। এই মডেলটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার আর সিটের উচ্চতা 805 মিলিমিটার। এছাড়া এটির হুইলবেস 1235 মিলিমিটার।

Hero HF Deluxe: দাম

ভারতীয় বাজারে এই বাইকের অন রোড দাম 71 হাজার 531 টাকা। আপনারা চাইলে 28 হাজার টাকার ডাউন পেমেন্ট কিনতে পারবেন। সেক্ষেত্রে 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 1‌ হাজার 431 টাকা করে কিস্তি জমা করতে হবে।