ভারতীয় বাজারে Hero-র বাইকের চাহিদার চোখে পড়ার মতো। তার মধ্যে থেকে Hero HF Deluxe বেশিরভাগ মানুষের বাজেটে চলে আসে। এছাড়া এতে দুর্দান্ত ফিচার আর ভালো মাইলেজ তো রয়েছেই। তবে এই মডেলটি আপনারা আরও কম দামে পেয়ে যাবেন। কীভাবে? জেনে নিন আজকের প্রতিবেদনে।
Hero Motocorp-এর বাইক আপনারা ভারতের রাস্তায় নিশ্চয় দেখে থাকবেন। এই কোম্পানির Hero HF Deluxe বাজেট ফ্রেন্ডলি একটি মডেল। তবে এবার মাত্র 30 হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই বাইক। এতে রয়েছে দুর্দান্ত ফিচার্স আর শক্তিশালী ইঞ্জিন।
Hero HF Deluxe বাইকের ইঞ্জিন
এই বাইকে 97.2cc-র ইঞ্জিন রয়েছে। যা 8.02 Hp শক্তি ও 8.005 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে 4 স্পিড গিয়ার বক্স রয়েছে। এছাড়া Hero HF Deluxe প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দেয়। এই মডেলটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9.1 লিটার। এর কার্ব ওয়েট 110 কেজি আর সিটের উচ্চতা 805 মিলিমিটার।
Hero HF Deluxe : দাম
এই বাইকটির দাম 56 হাজার 198 টাকা। তবে আপনারা চাইলে ফাইনান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে 15 হাজার টাকা মতো ডাইন পেমেন্ট করতে হবে। আর প্রতি মাসে 3 হাজার টাকা EMI দিতে হবে।
কীভাবে 30 হাজার টাকায় Hero HF Deluxe কিনবেন?
আপনি যদি ফাইনান্স প্ল্যানে Hero HF Deluxe কিনতে না চান আর 56 হাজার টাকা যদি একবারে খরচ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে দারুন একটি অফার। এবার মাত্র 30 হাজার টাকায় এই বাইকটি কিনতে পারবেন। এখন বেশ কিছু ওয়েবসাইটে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হয়। আপনারা চাইলে সেই সমস্ত ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
সম্প্রতি Olx-এ Hero HF Deluxe বাইকটি লিস্ট করা হয়েছে। বাইকটির কন্ডিশন একদম ঠিক আছে। টেকনিক্যাল কোন অসুবিধা নেই। তবে কেনার আগে একবার নিজে ভালোভাবে দেখে নেবেন। এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে 30 হাজার টাকা।