Bike Loan

Hero HF Deluxe: মন জয় করবে, এক লিটার তেলে 70 কিমি, মাত্র 10 হাজারেই হাতে চাঁদ! কিনবেন নাকি?

Aindrila Dhani

Published on:

hero-hf-deluxe-bike-price

ভারতীয় বাজারে টু-হুইলারের চাহিদা কিন্তু প্রচুর। বেশকিছু কোম্পানির বাইক আপনারা এখানে পেয়ে যাবেন। Hero Motocorp গত কয়েক বছর ধরে সফলভাবে আমাদের দেশে ব্যবসা করছে। এই কোম্পানির একটি বিখ্যাত মডেল হল- Hero HF Deluxe। এই মডেলের 2024 নতুন আপডেট আসতে চলেছে। খুব শীঘ্রই নতুন স্পেসিফিকেশন সহ 2024 Hero HF Deluxe মার্কেটে লঞ্চ হয়েছে।

Hero Motocorp-এর বাইক আপনারা ভারতের রাস্তায় নিশ্চয় দেখে থাকবেন। এই কোম্পানির Hero HF Deluxe বাজেট ফ্রেন্ডলি একটি মডেল। তবে এবার মাত্র 10 হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই বাইক। এতে রয়েছে দুর্দান্ত ফিচার্স আর শক্তিশালী ইঞ্জিন। প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই বাইক।

   

Hero HF Deluxe: ইঞ্জিন

বাজারে এসেছে হিরোর দুর্দান্ত এই বাইক। কোম্পানি এতে 97.2cc-র শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে। যা সর্বাধিক 8.02 Ps শক্তি ও 8.005 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। মাইলেজের দিক থেকেও এই মডেলটি বেশ ভালো। জ্বালানি তেলের পেছনে আপনাদের অতিরিক্ত খরচ হবে না। প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে Hero HF Deluxe।

Hero HF Deluxe: ফিচার্স

এবার আমরা কথা বলব বাইকটির কিছু স্পেসিফিকেশন নিয়ে। এটি বর্তমানে Hero-র একটি জনপ্রিয় মডেল। এতে আপনারা 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে চেইন ড্রাইভ। এতে রয়েছে 50 মিলিমিটারের বোর আর 49.5 মিলিমিটারের স্ট্রোক। এছাড়া এতে রয়েছে CDI ইগনিশন, ওয়েট মাল্টিপল ক্লাচ ও ফিউল ইনজেক্টেড সিস্টেমের মতো ফিচার। এই মডেলটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার আর সিটের উচ্চতা 805 মিলিমিটার। এই বাইকের ওজন 110 কেজি। এছাড়া এটির হুইলবেস 1235 মিলিমিটার।

Hero HF Deluxe: দাম

এই টু-হুইলারের দাম শুরু হচ্ছে 59 হাজার 998 টাকা থেকে। এই বাইকটির টপ ভ্যারিয়েন্টের দাম 69 হাজার 108 টাকা। তবে মাত্র 10 হাজার টাকা পেমেন্ট করে Hero HF Deluxe বাড়ি নিয়ে যেতে পারবেন।

কীভাবে 10 হাজার টাকায় বাড়ি নিয়ে যাবেন Hero HF Deluxe?

আপনি যদি 10 হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাইকটি কেনেন তাহলে 3 বছরের জন্য 9 শতাংশ সুদের হারে প্রতি মাসে মাত্র 956 টাকা করে কিস্তি জমা করতে হবে।