Bike Loan

Hero HF Deluxe : রিমোট কন্ট্রোল দিয়ে চালু! ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন আপনিও, কত দাম?

Aindrila Dhani

Published on:

Hero Hf Deluxe

Hero HF Deluxe খুব ভালো বাইক যা Hero Splendor থেকে সস্তা। এতে আপনি Splendor-এর সব ফিচার পাবেন। Hero HF Deluxe একটি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক। এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে স্টার্ট হয়। Hero HF Deluxe এর ব্যাপারে জেনে নিন।

   

Hero HF Deluxe এর ইঞ্জিন

সবার প্রথমেই আমরা এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলব। Hero Hf Deluxe বাইকে 97.2 cc র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 8,000 rpm এ সর্বোচ্চ 7.91 bhp শক্তি ও 5,000 rpm সর্বাধিক এ 8.05 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 85 কিলোমিটার। এছাড়া এতে রয়েছে IBS ব্রেকিং সিস্টেম। এই বাইকের সামনে ও পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাবেন। Hero Hf Deluxe বাইকের সামনে আর পিছনে 18 ইঞ্চির টায়ার যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: যেমন মাইলেজ তেমনি লুক! TVS Apache কে জোরদার টক্কর দিতে বাজারে আসছে নতুন Hero Hunk

Hero HF Deluxe এর স্পেসিফিকেশন

এবার আমরা কথা বলব বাইকটির কিছু স্পেসিফিকেশন নিয়ে। এটি বর্তমানে Hero র একটি জনপ্রিয় মডেল। এতে আপনারা 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে চেন ড্রাইভ। Hero Hf Deluxe বাইকটির মাইলেজ প্রতি লিটারে 65 কিলোমিটার। এতে রয়েছে 50 mm বোর আর 49.5 mm স্ট্রোক। এছাড়া এতে রয়েছে CDI ignition, Wet Multiple Clutch ও Fuel Injection System এর মতো ফিচার। এই মডেলটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm আর সিটের উচ্চতা 805 mm। এই বাইকের ওজন 110 কেজি। এছাড়া এটির wheel base 1235 mm।

আরো পড়ুন: খুব সস্তায় কিনুন Hero কোম্পানির এই বাইক! দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় ডিজাইনে Hero-র নতুন স্পোর্টস বাইক

Hero HF Deluxe এর দাম

এই বাইকটির দাম 56 হাজার 500 টাকা থেকে 65 হাজার 500 টাকার মধ্যে। আপনারা 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করেও এটি চিনতে পারবেন। প্রতিদিন বাইক সম্বন্ধিত তথ্য জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। আমাদের প্রতিবেদন সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।