Hero HF 100 আপনারা অল্প বাজেটে দুর্দান্ত ফিচার সহ পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে একটি খুব আশ্চর্যজনক বাইক সম্পর্কে জানাতে চলেছি। এটি বিখ্যাত বাইক প্রস্তুতকারক কোম্পানি Hero দ্বারা লঞ্চ করা হয়েছে। এটি ভারতীয় বাজারের অন্যতম বিখ্যাত মডেল।
Hero HF 100-এ আপনারা ব্ল্যাক থিমের এক্সজস্ট পেয়ে যাবেন। এছাড়া টিউবলেস টায়ার রয়েছে। এই বাইক প্রতি লিটারে 90 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এটি আপনারা 7 হাজার টাকা পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন।
Hero HF 100: ফিচার্স
Hero HF 100-এর ফিচার্স সম্পর্কে বলতে গেলে, এই বাইকে মেটাল গ্র্যাব রেইল সহ ব্ল্যাক থিমের এক্সজস্ট রয়েছে। এছাড়া এই বাইকে টিউবলেস টায়ারের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা বেশকিছু আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন।
Hero HF 100: ইঞ্জিন
এবার Hero HF 100-এর ইঞ্জিনের কথা বলতে গেলে, এতে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে 97.2cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8000 rpm-এ 8.02 Ps শক্তি ও 6000 rpm-এ 8.05 Nm টর্ক উৎপাদন করে। এতে 9.1 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Hero HF 100 প্রতি লিটারে 83 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
Hero HF 100: দাম
ভারতীয় বাজারে এই বাইকের এক্স শোরুম দাম 59 হাজার 18 টাকা। তবে 7 হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এই বাইক কিনতে পারবেন। সেক্ষেত্রে 3 বছরের জন্য 2 হাজার 49 টাকা করে কিস্তি দিতে হবে।