Hero Glamour Xtec: বাইক কেনার সময় সাধারণ মধ্যবিত্ত মানুষ ভালো মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন আর আধুনিক ফিচার্সের পাশাপাশি খোঁজ করে কম দামের বাইকের। তাঁরা চান সস্তার মডেল হলেও, তার কোয়ালিটি ভালো হবে। এমনই একটি বাইকের খোঁজ নিয়ে এসেছি আজকে। আপনারা কম দামে পেয়ে যাবেন Hero Glamour Xtec।
ভারতে প্রচুর কোম্পানি সফলভাবে ব্যবসা করছে। কিন্তু যখনই কোয়ালিটির কথা ওঠে Hero Motocorp-এর নাম প্রথম দিকেই থাকে। এই কোম্পানি ভারতীয় বাজারে নিয়ে এসেছে Hero Glamour Xtec। এটি মাত্র 21 হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা। প্রতি লিটারে দেবে 60 কিলোমিটার মাইলেজ। জেনে নিন বিস্তারিত।
Hero Glamour Xtec-এর মাইলেজ (Hero Glamour Xtec Mileage)
Hero Glamour Xtec-এ 124.7cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন (Hero Glamour Xtec engine) ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 7,500 rpm-এ 10.84 Ps শক্তি ও 6,000 rpm-এ 10.6 Nm টর্ক উৎপাদন করে। প্রতি লিটারে 60 কিলোমিটার থেকে 95 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম Hero Glamour Xtec।
Hero Glamour Xtec-এর ফিচার্স
Hero Glamour Xtec-এ বেশ কিছু ফিচার রয়েছে। সম্প্রতি Hero Motocorp i3S টেকনোলজির পেটেন্ট জমা করেছে। তাই আশা করা যাচ্ছে এই নতুন বাইকে আমরা এর ব্যবহার দেখতে পাবো। এছাড়া সুরক্ষার জন্য সামনের ও পিছনের চাকায় ড্রাম ব্রেক পেয়ে যাবেন। Hero Glamour Xtec-এ LED হেডলাইট, 5 স্পিড গিয়ার বক্স, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, স্প্লিট অ্যালয় হুইল, ব্লুটুথ কানেক্টিভিটি, ইকো মোড, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, বিল্ট ইন মোবাইল চার্জার, নেভিগেশন অ্যাসিস্ট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, পিছনের দিকে চওড়া টায়ার ইত্যাদি দেখতে পেয়ে যাবেন।
Hero Glamour Xtec-এর দাম
RTO এবং ইন্সুরেন্স মিলিয়ে Hero Glamour Xtec-এর অন রোড দাম 1 লাখ 9 হাজার 153 টাকা দাঁড়ায়।
কীভাবে 21 হাজার টাকায় Hero Glamour Xtec কিনবেন?
আপনারা চাইলে Hero Glamour Xtec ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে 21 হাজার 69 টাকা ডাউন পেমেন্ট করলে বাকি 88 হাজার 84 টাকা লোন নিতে পারবেন। আর 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য 3 হাজার 181 টাকা আপনাকে EMI দিতে হবে।