Hero Extreme 250R: যুবকদের পছন্দের বাইক এখন হাতের মুঠোয়! একবার দেখলে মুহূর্তেই মন ভালো হয়ে যাবে

hero-extreme-250r

Hero Extreme 250R: বিভিন্ন ধরনের বাইক ভারতের রাস্তায় চলতে দেখা যায়। প্রতিবছর নতুন নতুন মডেল লঞ্চ হতেই থাকে এই মার্কেটে। 2025 সাল পড়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে একগুচ্ছ নতুন মডেল লঞ্চের প্রক্রিয়া। খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে Hero Extreme 250R। কবে লঞ্চ হবে এই বাইক? কী কী থাকছে এতে? মাইলেজ কেমন দেবে? দামই বা কত রাখবে কোম্পানি?

Hero Extreme 250R: ইঞ্জিন

Hero Extreme 250R-এ 249.03 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 9250 আরপিএম-এ 29.5 বিএইচপি শক্তি ও 7250 আরপিএম-এ 25 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই শক্তিশালী ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত করেছে কোম্পানি। এতে 11.5 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

Hero Extreme 250R: ব্রেকিং সিস্টেম

এই বাইকে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। এছাড়া সামনের চাকায় 320 এমএম-এর ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় 230 এমএম-এর ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। Hero Extreme 250R-এ 17 ইঞ্চির চাকা ও টিউবলেস টায়ার পেয়ে যাবেন।

Hero Extreme 250R: ডাইমেনশন

এই দুর্দান্ত বাইকের কার্ব ওয়েট 167.7 কেজি। এর সিটের উচ্চতা 806 মিলিমিটার। Hero Extreme 250R-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার। এই বাইকের দৈর্ঘ্য 2023 মিলিমিটার, প্রস্থ 828 মিলিমিটার আর উচ্চতা 1062 মিলিমিটার। এছাড়া হুইল বেস 1357 মিলিমিটার।

Hero Extreme 250R: ফিচার্স

এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ফিউল গেজ, এসএমএস ও কল এলার্ট, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, লো ওয়েল ইন্ডিকেটর, লো ফিউল ইন্ডিকেটর, ক্লক, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটর ইত্যাদি ফিচার্স পেয়ে যাবেন।

Hero Extreme 250R: দাম

2025 সালের মার্চ মাসে Hero Extreme 250R লঞ্চ হতে চলেছে। এই বাইকের অন রোড দাম 2 লাখ 12 হাজার 966 টাকা।