Bike Loan

Hero Electric Splendor: মাত্র 70 হাজারে হিরো স্প্লেন্ডর! আরও বেশি ফিচার্স, উন্নত ইঞ্জিনের সঙ্গে বাজারে আসছে

Avatar

Published on:

hero-electric-splendor-launch-date

বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক বাইকের চাহিদাও বেড়েছে। বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক বাইক লঞ্চ করা শুরু করেছে। এবার ভারতের অন্যতম বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি Hero তাদের জনপ্রিয় মডেল Hero Splendor -এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে।

ভারতের টু-হুইলার ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে Hero Splendor -এর ইলেকট্রিক ভেরিয়েন্ট। আপনিও যদি নতুন ইলেকট্রিক বাইক কেনার প্ল্যান করে থাকেন, তবে Hero Splendor -এর এই নতুন ভেরিয়েন্টটি নিয়ে ভাবতে পারেন। Hero এই ইলেকট্রিক বাইকের রাইড টেস্টিং করেছে। তাই অনুমান করা হচ্ছে Hero Splendor -এর ইলেকট্রিক ভেরিয়েন্ট খুব শীঘ্রই মার্কেটে দেখা যাবে। কোম্পানি পেট্রোল ভেরিয়েন্টের মতোই এই নতুন ইলেকট্রিক ভেরিয়েন্ট ম্যানুফ্যাকচার করেছে। শুধুমাত্র ইঞ্জিন আর গিয়ার বক্সে পরিবর্তন করা হয়েছে। এতে আপনারা আধুনিক ফিচার্স দেখতে পাবেন। একবার সম্পূর্ণ চার্জে Hero Splendor -এর ইলেকট্রিক ভেরিয়েন্ট 150 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক বাইক।

Hero Electric Splendor-এর ফিচার্স

এই ইলেকট্রিক বাইকে আধুনিক ফিচার্স ব্যবহার করা হয়েছে। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে। এই ডিসপ্লেতে আপনারা ব্যাটারি লেভেল, রিডিং মোড, স্পিড ও টেম্পারেচার দেখতে পাবেন। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড সেন্সর, LED হেডলাইট, LED টেইল লাইট ও ডিস্ক ব্রেকের মতো ফিচার থাকবে।

Hero Electric Splendor-এর ব্যাটারি ও রেঞ্জ

এতে 9 কিলোওয়াটের মিড শেপ মাউন্টেন ইলেকট্রিক মোটর থাকবে। যা 170 Nm টর্ক উৎপাদন করবে। এছাড়া এতে 4kWh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। এটি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় নেবে। সম্পূর্ণ চার্জে Hero Electric Splendor 140 কিলোমিটার থেকে 160 কিলোমিটার রেঞ্জ দেবে।

Hero Electric Splendor-এর দাম

এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 70 হাজার টাকা। এটি 2024-এর ডিসেম্বরে লঞ্চ হবে।